• কেরমানশাহ: বিস্তুন ও ত্বক বোস্তন

    কেরমানশাহ: বিস্তুন ও ত্বক বোস্তন

    মে ০১, ২০১৯ ২০:৩৮

    বিশাল একটি দেশ ইরান। এ দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস-ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। দেখার দেশ ইরান। ঘুরে বেড়ানোর দেশ ইরান। নতুন এই ধারাবাহিকের নাম দিয়েছি ইরান-ভ্রমণ। আর্যভূমির এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়াবো আমরা।