-
কানের ভেতর শোঁ শোঁ শব্দের কারণ ও প্রতিকার
এপ্রিল ১০, ২০২২ ১৯:৪৭শ্রোতা/পাঠকবন্ধুরা! স্বাস্থ্যকথার আসরে স্বাগত জনাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। নাক কান গলার বিভিন্ন সমস্যা ও প্রতিকার নিয়ে কয়েক আজ পঞ্চম ও শেষ পর্বের আলোচনা হবে। আপনারা জানেন, নাক-কান-গলার সমস্যায় ভোগা মানুষের সংখ্যা একেবারে কম নয়।