ফেব্রুয়ারি ০৩, ২০২২ ১৭:০১
পবিত্র কুরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠানের 'কুরআনের আলো'র সূরা ফাতহ 'র ১ম পর্ব নিয়ে আলোচনা। আজ আমরা এই সূরার ১ থেকে ৩ নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির সম্পর্কে জানব। ষষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধির পর সূরা ফাতহ নাজিল হয়। ওই বছর বিশ্বনবী (সা.) ও মদিনার মুসলমানদের একটি বিশাল অংশ ওমরাহ করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু মুশরিকরা মক্কার নিকটবর্তী হুদায়বিয়া নামক স্থানে মুসলিম কাফেলার গতিরোধ করে এবং মক্কায় প্রবেশ করতে দিতে অস্বীকৃতি জানায়। এই সূরার ১-৩ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন: