অক্টোবর ১৭, ২০২৩ ১৮:১৬
সাইফুল খান: গভীরভাবে নির্মোহ পর্যালোচনা করলে দেখা যায়, ইসরাইল রাষ্ট্রটির বিনিময়ে আরবের কয়েকটি পরিবার আলাদা আলাদা বেশ কিছু রাষ্ট্র পেয়েছে। যেগুলো একসময় একত্রে উসমানি সালাতানাতের অংশ ছিল। সঙ্গত কারণেই তাদেরকে এমন কিছু শর্ত ও চুক্তির ভেতর দিয়ে যেতে হয়েছে যেসব ইসরাইলের স্বার্থেই করা। যা প্রকাশ্যে আসেনি, হয়তো আসবেও না কোনদিন। তবে সময়ের পরিক্রমায় ওইসব শাসকদের কেউ কেউ নামকাওয়াস্তে ইসরাইলের বিরোধিতা করেছেন এবং ব্যর্থ হয়েছেন।