রেডিও তেহরান: হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর
(last modified Thu, 12 Oct 2023 03:52:59 GMT )
অক্টোবর ১২, ২০২৩ ০৯:৫২ Asia/Dhaka
  • রেডিও তেহরান: হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর

মহোদয়, আসসালামু আলাইকুম। রেডিও তেহরান বাংলা'র কলাকুশলীদেরকে অশেষ ধন্যবাদ ও অভিনন্দন। এই বেতারের প্রতি ভালোলাগা আর ভালোবাসার অনুভূতি প্রকাশের প্রয়াসে লিখতে বসলাম। জীবনঘনিষ্ঠ অনুষ্ঠান প্রচারে এ বেতার বদ্ধপরিকর। জীবন গড়ার সব ধরনের রসদ এখানে দেদীপ্যমান।

গত ২২ সেপ্টেম্বরে 'সুন্দর জীবন' অনুষ্ঠানে শিষ্টাচার (আদব কায়দা) নিয়ে জ্ঞানবর্ধক অনুষ্ঠান প্রচারিত হয়েছে। প্রতিটি বাক্যই ছিল জ্ঞান-আলোকে পরিপূর্ণ। পরিবারই শিষ্টাচার শেখার আসল কেন্দ্রবিন্দু তবে শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানকেও অস্বীকার করার উপায় নেই। ছোটবেলা বাচ্চাদের শিষ্টাচার শেখার উপযুক্ত সময়। জীবন গঠনে এর ভূমিকা অনস্বীকার্য।

রংধনুকে কোন বিশেষণে বিশেষিত করব তার ভাষা আমার জানা নেই। এর রূপকার আশরাফুর রহমান ভাইকে প্রশংসা করি এজন্য যে ওনার গল্প নির্বাচনের ক্ষমতা অত্যন্ত প্রখর। নির্বাচিত গল্পগুলো শিক্ষণীয় ও শিশু-কিশোর উপযোগী। গল্পগুলো আমাদেরকে আবার বাল্যকাল নিয়ে যেতে সক্ষম হয় ক্ষনিণিকের জন্য হলেও।

২১/০৯/২৩ তারিখের ধার্মিক স্বর্ণকারের কাহিনী মনের মনিকোঠায় চিরজাগরুক থাকবে। স্বর্ণকারকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেসে গেছে রাজা। ধার্মিকতার জন্য তিনি  সফল হলেন।

এবার আসি বিশ্বসংবাদ প্রসঙ্গে। বিশ্বের আনাচে-কানাচে ঘটে যাওয়া ঘটনা আমরা আপনাদের বিশ্ব সাংবাদে পেয়ে থাকি। বাংলাদেশ ও ভারত থেকে আলাদা আলাদা টেলিফোন রিপোর্ট বাংলাভাষী শ্রোতাদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছে। ঘোষক-ঘোষিকাদের ভরাট সুমিষ্ট ও সুললিত কণ্ঠের জাদুকরী ছোঁয়া আমাদের কর্ণকুহরে আলাদা আমেজ সৃষ্টি করে। হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বরের প্রতিফলনই বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রচার। সমসাময়িক ঘটনার তথ্যসম্বলিত খবরই এ বেতারের বৈশিষ্ট্য। নির্ভিক ও সাহসী সৈনিকের মত ইসলামের ঐতিহ্য রক্ষার্থে তারা অগ্রগামী ভূমিকা পালন করছে।

কথাবার্তা অনুষ্ঠান রেডিও তেহরানকে পরিপূর্ণতায় ভরপুর করতে সহায়তা প্রদান করছে। ভারত ও বাংলাদেশের দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম আমাদের খুব উপকারে আসছে। বিশেষ করে সিরাজুল ইসলাম ভাইয়ের রাজনৈতিক বিশ্লেষণ না শুনলে নিজেকে ব্যর্থ মনে হয়। ওনার বিশ্লেষণ অনুষ্ঠানের মানকে আরো উন্নত করে। যারা দেশ বিদেশের রাজনীতি ও অর্থনীতি নিয়ে একটু চিন্তা-ভাবনা করে  তাদের কাছে কথাবার্তা অনুষ্ঠান অনেক অজানা তথ্যের পসরা নিয়ে হাজির হয় বলে আমি মনে করি।

সবশেষে আসি রিসিপশন রিপোর্ট এর ব্যাপারে। আমাদের এলাকায় ফেইসবুক লাইভে অনুষ্ঠানের মান চমৎকার। রেডিওতেও অনুষ্ঠান মোটামুটি শুনছি।

আজ আর নয়। অতি সত্বর আবারও লেখার আগ্রহ রইল। সবার প্রতি রইল শুভ কামনা।

 

নজরুল ইসলাম

সভাপতি, বন্ধন & লাকি লিসেনার্স ক্লাব

মহেশপুর, ঝিনাইদহ, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১২

 

 

ট্যাগ