সিরিয়ার জনগণের প্রতিরোধ ইহুদিবাদীদের হিসাব-নিকাশ এলোমেলো করে দিয়েছে
https://parstoday.ir/bn/news/west_asia-i154538-সিরিয়ার_জনগণের_প্রতিরোধ_ইহুদিবাদীদের_হিসাব_নিকাশ_এলোমেলো_করে_দিয়েছে
পার্সটুডে-লেবাননের আল-আখবার সংবাদপত্র দক্ষিণ-পশ্চিম সিরিয়ার বেইত জেন শহরে ইহুদিবাদী সেনা এবং গণ বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে।
(last modified 2025-11-30T07:08:40+00:00 )
নভেম্বর ২৯, ২০২৫ ১৮:৩৩ Asia/Dhaka
  • দক্ষিণ-পশ্চিম সিরিয়ায় ইহুদিবাদী সেনা
    দক্ষিণ-পশ্চিম সিরিয়ায় ইহুদিবাদী সেনা

পার্সটুডে-লেবাননের আল-আখবার সংবাদপত্র দক্ষিণ-পশ্চিম সিরিয়ার বেইত জেন শহরে ইহুদিবাদী সেনা এবং গণ বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে।

ওই সংঘর্ষ সম্পর্কে পত্রিকাটি সম্পর্কে লিখেছে: এই সংঘর্ষ শত্রুদের হিসাব-নিকাশকে এলোমেলো করে দিয়েছে এবং দেখিয়েছে যে সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে এখনও প্রতিরোধের উচ্চ ক্ষমতা রয়েছে।

দক্ষিণ-পশ্চিম সিরিয়ায় অবস্থিত বেইত জেন শহরে শুক্রবার ইহুদিবাদী সেনারা সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে ভয়াবহ আক্রমণ চালিয়েছে। লেবাননের আল-আখবার সংবাদপত্রের বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, তিনজন সিরিয় নাগরিককে গ্রেপ্তার করতে একটি সরকারী সামরিক টহল ইউনিট এলাকায় প্রবেশ করার পর পিছু হটতে গিয়ে স্থানীয় প্রতিরোধ বাহিনীর সাথে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের পরই আক্রমণ চালায় ইহুদিবাদী সেনারা।

প্রতিবেদন অনুসারে, সংঘর্ষে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা আহত হয় এবং তাদের সামরিক যান কিছুক্ষণের জন্য নিষ্ক্রিয় হয়ে পড়ে। ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পর, সরকারের সামরিক ইউনিটগুলো বেইত জেন শহরের চারপাশে এবং বাত আল-ওয়ার্ড পাহাড়ের উপরে মোতায়েন করা হয়েছিল এবং হেলিকপ্টারগুলো আকাশে ব্যাপকভাবে ওড়াউডড়ি করেছিল। ইসরায়েলি ড্রোনগুলো ত্রাণ দেওয়ার জন্য আসা দুই যুবককে বহনকারী একটি মোটরসাইকেল লক্ষ্য করেও হামলা চালায়। শুক্রবার বিকেল পর্যন্ত ইসরায়েলি সামরিক হামলায় কমপক্ষে ১৩ জন সিরিয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

অন্যদিকে হিব্রু মিডিয়া জানিয়েছে, বেশ কয়েকজন আহত সেনাকে শেবা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীও নিশ্চিত করেছে যে পাঁচজন সেনা আহত হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

আল-আখবার সংবাদপত্র লিখেছে: এই সংঘাত প্রমাণ করছে দক্ষিণ সিরিয়া অত্যন্ত সংবেদনশীল এবং বিস্ফোরণ-উন্মুখ একটি অঞ্চল। এটি এমন একটি অঞ্চল যা তার ভৌগোলিক, সামাজিক এবং নিরাপত্তা বৈশিষ্ট্যের কারণে যে-কোনো সামরিক সংঘাত মোকাবেলায় অত্যন্ত প্রতিক্রিয়াশীল।

এই প্রতিবেদন অনুসারে, "ইসরায়েল" এর দৃষ্টিকোণ থেকে, এ অঞ্চলটি আর স্থায়ীভাবে নিয়ন্ত্রণযোগ্য নয় এবং দ্রুত নতুন ও অপ্রত্যাশিত স্থানীয় বাহিনীকে মাঠে আনতে পারে। এটি এমন এক বাহিনী যাদের বিরুদ্ধে ঐতিহ্যবাহী প্রতিরোধ অকার্যকর, এমনকি রাজনৈতিক সম্পৃক্ততা ছাড়াই সংঘাতে প্রবেশ করারও সম্ভাবনা রয়েছে।

আল-আখবার আরও লিখেছে: বিগত বছরগুলোতে ইহুদিবাদী ইসরাইল তার অভিযানগুলোকে স্বাভাবিক করার চেষ্টা করেছিল যাতে কিছু সীমান্তবর্তী গ্রামে তাদের সামরিক বাহিনীর উপস্থিতি জনসাধারণের প্রতিক্রিয়া ছাড়াই গ্রহণযোগ্য হয়ে ওঠে। তবে বেইত জেনের সাম্প্রতিক ঘটনাগুলো ইসরায়েলি নীতিনির্ধারকদের কাছে এক ধরনের বিপরীত ধাক্কা দিয়েছে, যা প্রমাণ করেছে এই অঞ্চলগুলোতে এখনও প্রতিরোধের ক্ষমতা রয়েছে। ইসরায়েল যেরকম "নিরাপদ" অঞ্চল হিসেবে কল্পনা করে বাস্তব অবস্থা সেরকম নয়।

আল-আখবারের রিপোর্টে আরও বলা হয়েছে: ইহুদিবাদীদের বৃহত্তর উদ্বেগ হল বেইত জেনের জনপ্রিয় প্রতিরোধের আদর্শ দক্ষিণ সিরিয়ার অন্যান্য গ্রামগুলোতেও প্রয়োগ হবে; যে অঞ্চলগুলো একদিকে কেন্দ্রীয় সরকারের দুর্বলতার শিকার অপরদিকে, গভীরভাবে এ অঞ্চলে প্রোথিত সামাজিক ঐতিহ্য স্থানীয় প্রতিরক্ষা উদ্যোগ গঠনের দিকে পরিচালিত করতে পারে। সেইসঙ্গে সিরিয়ার সীমান্তে প্রবেশ এবং প্রস্থানের সহজতা সম্পর্কে ইসরায়েলের ধারণাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।#

পার্সটুডে/এনএম/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।