অব্যাহত ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা
ব্রিটিশ শাসন অবসানের বার্ষিকীতে ইয়েমেনে লাখ লাখ মানুষের শোভাযাত্রা
-
স্বাধীনতা-বার্ষিকীতে ইয়েমেনিদের মহাসমাবেশ
পার্স-টুডে: ইয়েমেনের দক্ষিণাঞ্চলে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানের ৫৮তম বার্ষিকী উপলক্ষে রোববার রাজধানী সানাসহ বেশ কয়েকটি প্রধান শহরে লক্ষ লক্ষ ইয়েমেনি জনতা সমাবেশ-শোভাযাত্রা করেছেন।
১৯৬৭ সালের ৩০ নভেম্বর দক্ষিণ ইয়েমেন থেকে শেষ ব্রিটিশ সৈন্যদের প্রস্থান স্মরণে আয়োজকদের আহ্বানে সাড়া দিয়ে সানার আল-সাবিন স্কয়ার এবং অন্যান্য জনসমাগমের স্থানগুলোতে বিপুল সংখ্যক ইয়েমেনি নাগরিক সমবেতন হন।
"স্বাধীনতা ও মুক্তি আমাদের পছন্দ; দখলদারিত্বের পতন ঘটছে" শীর্ষক ব্যানার নিয়ে আয়োজিত গণ-বিক্ষোভে ইয়েমেনের বিভিন্ন প্রান্ত থেকে জনতার ঢল নামে। এর আগে হুথি আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি মহাসমাবেশের ডাক দেন এবং তা ৩০ নভেম্বর তথা ব্রিটেনের কাছ থেকে ইয়েমেনের স্বাধীনতার ৫৮তম বার্ষিকীর দিনের সঙ্গেও মিলে যায়। মহাসমাবেশে পুরুষদের পাশাপাশি নারী ও শিশুদের অংশগ্রহণও ছিল লক্ষ্যণীয়।
অনুষ্ঠানে পঠিত এক বিবৃতিতে অংশগ্রহণকারীরা প্রতিশ্রুতি ঘোষণা করে বলেছেন যে, "আমাদের পূর্বপুরুষ আনসারদের মতই আমরাও ইসলাম ও জিহাদের পতাকা বহন করব।' তারা রাষ্ট্রীয় কাঠামো ও স্বেচ্ছাসেবী গণবাহিনীর আওতায় শত্রুপক্ষ ও তাদের সামরিক ও গোয়েন্দা অনুচরদের সঙ্গে লড়াইয়ের জন্য দৃঢ়তা নিয়ে সদা-প্রস্তুত রয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বক্তারা এটাও পুনর্ব্যক্ত করেন যে ইয়েমেন "কখনও তার ন্যায্য অবস্থান ত্যাগ করবে না" এবং ইসরায়েলি সামরিক চাপের মুখোমুখি ফিলিস্তিনি এবং লেবাননের গোষ্ঠীগুলোকেও সমর্থন দেয়া অব্যাহত রাখবে।
এর আগে গত শনিবার ৩০ নভেম্বর তথা ইয়েমেনে ব্রিটেনের ১২৯ বছরের উপনিবেশবাদী শাসনের অবসানের বার্ষিকীতে হুথি নেতা সাইয়্যেদ আবদুল মালিক গাজায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসন এবং ইসরায়েলের প্রতি পশ্চিমা সমর্থন ও সহায়তার আবারও তীব্র নিন্দা জানান। যুগে যুগে পশ্চিমা এভাবেই বিশ্বের নানা অঞ্চলে উপনিবেশবাদী দখলদারিত্ব কায়েম রেখেছে বলে তিনি মন্তব্য করেন। #
পার্স টুডে/এমএএইচ/০১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।