জুলাই ২৮, ২০২২ ১১:৪৯
আসসালামু আলাইকুম। আমরা যতই আধুনিক যান্ত্রিকতার এগিয়ে চলি না কেন আমাদের মধ্যে আজও শেষ হয়ে যায়নি মানবপ্রেম, হৃদয়বৃত্তি ও আন্তরিকতা। আজও হয়নি শেষ কিছু পুরোনো প্রথা, শাশ্বত ঐতিহ্য, সুপ্রাচীন কত ভাবধারা। ভাইবোন, স্বামী-স্ত্রী ও প্রিয়জন নিয়ে ধরণীর স্বর্গ-সুখের নীড় সুখী পরিবার! পরিবার হচ্ছে স্নেহ-মমতার এক অনন্য নীড় এবং সমাজের সুখ শান্তির অন্যতম প্রধান ভিত্তি।