নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলারডুবি: নিখোঁজ ১৩
https://parstoday.ir/bn/news/bangladesh-i102144-নারায়ণগঞ্জে_ধলেশ্বরী_নদীতে_লঞ্চের_ধাক্কায়_যাত্রীবাহী_একটি_ট্রলারডুবি_নিখোঁজ_১৩
নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১৫ যাত্রী নিখোঁজ হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে ফতুল্লার ধর্মগঞ্জের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী উদ্ধারকাজ শুরু করেছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জানুয়ারি ০৫, ২০২২ ১৮:১০ Asia/Dhaka
  • নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলারডুবি: নিখোঁজ ১৩

নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১৫ যাত্রী নিখোঁজ হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে ফতুল্লার ধর্মগঞ্জের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী উদ্ধারকাজ শুরু করেছে।

ফতুল্লা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উজ্জামান জানিয়েছেন, ট্রলারটি ৪০-৫০ জন যাত্রী নিয়ে বক্তাবলী খেয়াঘাট থেকে ধর্মগঞ্জ খেয়াঘাটের উদ্দেশে যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে ট্রলারটি স্পষ্ট দেখা না যাওয়ায় ঢাকা-বরিশাল রুটের একটি লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। সে সময় যাত্রীদের মধ্যে অনেকে সাতরে ও অন্যরা নৌযানের সহায়তায় তীরে ওঠেন।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাত ফেরদৌস বলেন, ঘন কুয়াশায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় ১৫ যাত্রী এখনো নিখোঁজ। উদ্ধারকাজ চলছে। ট্রলারটি শনাক্তের চেষ্টা চলছে।

ঘন কুয়াশায় ফেরী সার্ভিস ব্যাহত

ঘন কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে গতকাল মঙ্গলবার মধ্যরাত থেকে আজ বুধবার সকাল সোয়া ১০টা পর্যন্ত ৯ ঘণ্টার মতো ফেরি বন্ধ ছিল। এ সময় উভয় ঘাটে ফেরিগুলো নোঙর করে থাকতে বাধ্য হয়। ফেরি বন্ধের কারণে যানবাহন পারাপার বন্ধ হওয়ায় উভয় ঘাটে শত শত গাড়ি আটকা পড়ে। দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় ৭ কিলোমিটার যানজট তৈরি হয়েছে। ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে আটকে থাকা যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, গতকাল রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা বাড়তে থাকলে রাস্তা দিয়ে যানবাহন চলাচলে হিমশিম খেতে হয়। হেডলাইট জ্বালিয়েও ঠিকমতো দেখা যাচ্ছিল না। নদী অববাহিকায় কুয়াশার কারণে নৌযান চলাচল মারাত্মক বিঘ্নিত হয়। অতিমাত্রায় ঘন কুয়াশা পড়তে থাকলে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া ছোট-বড় একাধিক ফেরি ঝুঁকি নিয়ে দ্রুত ঘাটে পৌঁছায়। পরের দিন আজ সকাল ১০টার পর কুয়াশা কমতে থাকলে সোয়া ১০টার দিকে দৌলতদিয়ার ৫ নম্বর ঘাট থেকে প্রথম ইউটিলিটি ফেরি মাধবীলতা ছেড়ে যায়। এরপর একে একে ঘাট থেকে রো রো ফেরি শাহ জালাল, খানজাহান আলীসহ অন্যান্য ফেরি ছেড়ে যায়। সাড়ে ১০টার দিকে পাটুরিয়া থেকে ছেড়ে আসা ইউটিলিটি ফেরি শাপলা শালুক ঘাটে এসে ভেড়ে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক জামাল হোসাইন বলেন, ফেরির সংকটের মধ্যে গতকাল রো রো ফেরি ভাষা সৈনিক গোলাম মাওলাকে ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। মাত্র ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এর মধ্যে কুয়াশায় ৯ ঘণ্টার মতো ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে যানজট দেখা দিয়েছে।

ঘাটে কর্তব্যরত ট্রাফিক বিভাগের জ্যেষ্ঠ পরিদর্শক তারক পাল বলেন, ফেরির সংকটের পাশাপাশি কুয়াশায় ফেরি বন্ধ থাকায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে। রাতে ছিনতাইকারীসহ দুষ্ট চক্রের অপতৎপরতা বেড়ে যাওয়ায় তাঁরাও বিড়ম্বনায় আছেন। গত রাতে থানা-পুলিশের সঙ্গে তাঁরাও অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/ বাবুল আখতার /৫

 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।