শোক সংবাদ:
একাত্তরের কণ্ঠযোদ্ধা পারভিন হোসেনের ইন্তেকাল
-
পারভিন হোসেন
মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ইংরেজি ও উর্দু ভাষার সংবাদ পাঠক পারভিন হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
২৩ জানুয়ারি তিনি আমেরিকার অঙ্গরাজ্য ফ্লোরিডায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তাঁর দুই ছেলে এজাজ হোসেন ও ড. ইমতিয়াজ হোসেন এবং চার মেয়ে আজরা হোসেন, তাজিন হোসেন, উজমা হোসেন এবং মুনা হোসেন। এছাড়া তিনি রেখে গেছেন আরও বহু গুণগ্রাহী।
পারভিন হোসেনের ছেলে বিশিষ্ট সাংবাদিক এজাজ হোসেন জানান: ১৯৭১ সালের ২৫ মে তাঁর মা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম ইংরেজি সংবাদ পাঠক ছিলেন। উর্দু ভাষাতেও সংবাদ পাঠ করতেন তিনি। ইংরেজিতে সংবাদ পাঠের মাধ্যমে মুক্তিযুদ্ধের বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য।
পারভিন হোসেনের স্বামী ডাক্তার টি. হোসেন ছিলেন মুজিবনগর সরকারের স্বাস্থ্য বিভাগের সচিব। ২০১০ সালে স্বামীর মৃত্যুর পর পারভিন হোসেন আমেরিকায় চলে যান। ফ্লোরিডার একটি গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।#
পার্সটুডে/নাসির মাহমুদ/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।