বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ঈদের বাজার বেশ জমে উঠেছে বাংলাদেশে
মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতরের আর মাত্র দু’ সপ্তাহ বাকি। বিশ্ব মহামারী করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় এবার ঈদের বাজার বেশ জমে উঠেছে। খুশি দোকানীরাও।
ঈদ-উল ফিতরের প্রধান আকর্ষণ নতুন পোশাক, জামা, জুতা, প্রসাধন সামগ্রী । আজ শুক্রবার ছুটির দিনে তাই ভিড় জমেছে নগরীর বিপণী বিতানগুলিতে। বাজারে এসেছে পাকিস্তান ও ভারত থেকে মেয়েদের নানা শৌখিন পোশাক।
মধ্য রমজানে এসেও কোনোভাবেই স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের বাজারে। আরো একদফা বেড়েছে বেগুন ও ব্রয়লার মুরগির দাম। রোজার আগে কারওয়ানবাজারে বেগুনের কেজি ছিল ২০ থেকে ৪০ টাকা। রোজার শুরুতে দাম বেড়ে তা হয়েছিল ৮০ থেকে ১০০ টাকা। নববর্ষের অজুহাত দেখিয়ে সেই বেগুন এখন কেজি-প্রতি ১২০ টাকায় উঠেছে। কাওরানবাজারে শিমের কেজিও আজ বিক্রি হয়েছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে।
সয়াবিন তেল, ছোলা, ডাল, পেয়াজ, রসুনসহ অন্য পণ্যও আগের বাড়তি দরেই বিক্রি হচ্ছে। তবে বাজারে সরবরাহ সংকটের কথা জানিয়েছে দোকানীরা।
এ অবস্থায় নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য নিয়ে হতাশ এবং ক্ষুব্ধ সীমিত আয়ের মানুষেরা ।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষদের জন্য আজ (শুক্রবার) থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে প্রথম দিনে কাউন্টারগুলোতে খুব বেশি ভিড় দেখা যায়নি।
শুক্রবার (১৫ এপ্রিল) রাজধানীর গাবতলী, শ্যামলী, কল্যাণপুরসহ বিভিন্ন দূরপাল্লার বাস কাউন্টার থেকে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। পাশাপাশি সব পরিবহনের টিকিট অনলাইনেও পাওয়া যাচ্ছে। তবে অন্যবারের মতো এবার কাউন্টারগুলোতে তেমন ভিড় নেই। #
পার্সটুডে/এআরকে/১৫