খুলনায় ইসরাইল বিরোধী বিক্ষোভ,পতাকায় আগুন
(last modified Sat, 23 Apr 2022 11:44:58 GMT )
এপ্রিল ২৩, ২০২২ ১৭:৪৪ Asia/Dhaka

খুলনায় ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিবাদ সমাবেশে ইহুদিবাদী ইসরাইলি পতাকায় আগুন ধরিয়ে দেয় খুলনার ধর্মপ্রাণ শিয়া মুসলমানরা।

ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করে খুলনায় শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা 'ইসরাইল ধ্বংস হোক, নিপাত যাক' শ্লোগান দেন। পরে ইসরাইলের পতাকায় আগুন ধরিয়ে দেয়া হয়। ইসরাইল ও মার্কিন-বিরোধী নানা শ্লোগানে মুখরিত ছিল এ বিক্ষোভ মিছিল।

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী। তিনি বলেন, ‘‘বিশ্ব আল-কুদস দিবস পালনের উদ্দেশ্য হলো ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা ঘোষণা করা এবং এটা বোঝানো যে, আমরা তাদের সঙ্গে আছি।’’

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, সাম্প্রতিককালে মুসলমানদের ঐশী গ্রন্থ পবিত্র কোরআন অবমাননার মাধ্যমে খ্রিষ্টান ও ইহুদী গোষ্ঠী মুসলমানদের প্রতি উস্কানিমূলক আচরণ শুরু করেছে। সম্প্রতি সুইডেনের একটি শহরে এই ইহুদী-নাসারা চক্র পবিত্র কোরআনে অগ্নিসংযোগ করে চরম ধৃষ্টতা দেখিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ