দুর্নীতিবাজ-অর্থপাচারকারীদের ব্যাপারে আমরা খুবই সিরিয়াস : হাইকোর্ট
(last modified Mon, 16 May 2022 10:21:39 GMT )
মে ১৬, ২০২২ ১৬:২১ Asia/Dhaka
  • দুর্নীতিবাজ-অর্থপাচারকারীদের ব্যাপারে আমরা খুবই সিরিয়াস : হাইকোর্ট

এনআরবি গ্লোবাল ব্যাংকের অর্থ লোপাট মামলার মূল অভিযুক্ত এবং পলাতক আসামি প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) গ্রেপ্তারের ঘটনায় সন্তুষ্টি প্রকাশ করে হাইকোর্ট বলেছেন, ‘আমাদের মেসেজ ক্লিয়ার, দুর্নীতি ও অর্থপাচারকারীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। কোনো ধরনের দুর্নীতি ও অর্থপাচারকারীকে প্রশ্রয় দেব না। তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। দুর্নীতিবাজ ও অর্থপাচারকারীদের ব্যাপারে আমরা খুবই সিরিয়াস।’

পি কে হালদারের বিষয়ে জারি করা রুলের শুনানির জন্য এলে আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

ভারতে পি কে হালদারের গ্রেপ্তার হওয়ার বিষয়টি আজ আদালতকে অবহিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।

বিচারপতি নজরুল ইসলাম তালুকদার বলেন, ‘ভারত সরকারকে ধন্যবাদ জানানো উচিত। কারণ, পি কে হালদার এদেশের চিহ্নিত অর্থপাচারকারী।’ পরে আদালত পি কে হালদারের বিষয়ে জারি করা রুল শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেন।

এর আগে পি কে হালদারকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনার নির্দেশনা ও রুল জারি করেছিলেন হাইকোর্টের এই বেঞ্চ। ভারতে গত শনিবার গ্রেপ্তার হওয়ার পর আদালতে তোলা হলে পি কে হালদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) উত্তর চব্বিশ পরগনা জেলার অশোক নগরের একটি বাড়ি থেকে পি কে হালদার ও তাঁর পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর এক বিবৃতিতে ইডি বলেছে, ‘হাজার কোটি টাকা পাচারকারী পি কে হালদার নাম পাল্টে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাস করতেন। রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোক নগরের একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন তিনি।’#

পার্সটুডে/ বাবুল আখতার/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ