সুনামগঞ্জে বন্যার্ত শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা উপকরণ বিতরণ
https://parstoday.ir/bn/news/bangladesh-i110046-সুনামগঞ্জে_বন্যার্ত_শিক্ষার্থীদের_মাঝে_বই_ও_শিক্ষা_উপকরণ_বিতরণ
আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ, আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ ও অস্ট্রেলিয়া প্রবাসী মোক্তার হোসেনের যৌথ সহায়তায় সুনামগঞ্জের বন্যার্ত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ দেয়া হয়েছে।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
জুলাই ০৩, ২০২২ ১৫:৪২ Asia/Dhaka
  • সুনামগঞ্জে বন্যার্ত শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা উপকরণ বিতরণ

আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ, আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ ও অস্ট্রেলিয়া প্রবাসী মোক্তার হোসেনের যৌথ সহায়তায় সুনামগঞ্জের বন্যার্ত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ দেয়া হয়েছে।

খবরে প্রকাশ, সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় বাড়ী-ঘরসহ সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় সরেজমিনে গিয়ে দেখা যায় যে বন্যা কবলিত এলাকায় শিক্ষার্থীদের বই-পুস্তক ও শিক্ষা উপকরণ বিনষ্ট হয়েছে এবং ভেসে গিয়েছে। যার ফলে তাদের শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে ২০২২ সনের এসএসসি পরীক্ষার্থীদের বই ও শিক্ষা উপকরণ বন্যায় ভেসে যাওয়ায় তাদের জন্য আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে ২৯ জুন বৃহস্পতিবার বিকেল ৪টায় সুনামগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সুনামগঞ্জ সদরের বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন অঞ্চলের ৪০ জন শিক্ষার্থীকে বই, শিক্ষাসামগ্রী ও নগদ অর্থ দেওয়া হয়।

এই ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন অস্ট্রেলিয়া প্রবাসী ব্যবসায়ী মোক্তার হোসেন, আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের সভাপতি ও গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন এবং 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'র সভাপতি ও চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাকারিয়া চৌধুরী যুবরাজ। তাদের এ কাজে অনুপ্রেরণা যোগান ঢাকায় এনসিটিবিতে কর্মরত ড. নাজমা বেগম।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মোস্তানসার বিল্লাহ, গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাকারিয়া চৌধুরী যুবরাজ, রেডিও তেহরানের মনিটর ও টাঙ্গাইল দর্পণের প্রধান সম্পাদক আবু তাহের, সতীশ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমিনুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক ও শিল্পী সাহাবুদ্দিন আহম্মেদ ও মানবিক সংবাদকর্মী অণিশ তালুকদার বাপ্পু।

অনুষ্ঠানে সতীশ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, বুলচান্দ উচ্চ বিদ্যালয়, শহর বালিকা উচ্চ বিদ্যালয়, তাহিরপুরের জনতা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০ শিক্ষার্থীদের মধ্যে বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বই বিতরণের বিষয়টি সুনামগঞ্জবাসীর প্রশংসা কুড়িয়েছে। বই পেয়ে এসএসসি পরীক্ষার্থীরা খুবই খুশি এবং শহরের আরো অনেকেই তাদের বইয়ের চাহিদার কথা জানিয়েছেন।

এরপর ৩০ জুন ২০২২ তারিখে ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর (উত্তর) ইউনিয়নের সরিষাকান্দা গ্রামে বন্যায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত ২২ জন শিক্ষার্থীকে বই ও শিক্ষা সামগ্রী ক্রয়ের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়। 

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুখাইড় রাজাপুর (উত্তর) ইউনিয়নের চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা, গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের সভাপতি মোঃ শাহাদত হোসেন, আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের সভাপতি মোঃ জাকারিয়া চৌধুরী যুবরাজ এবং রেডিও তেহরানের মনিটর ও টাঙ্গাইল দর্পণের সম্পাদক আবু তাহের।

সুখাইড় রাজাপুর (উত্তর) ইউনিয়নের চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা এ দুর্যোগে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ, আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ ও অস্ট্রেলিয়া প্রবাসী মোক্তার হোসেনকে ধন্যবাদ জানান।

পার্সটুডে/আশরাফুর রহমান/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।