৩ জেলায় দুর্ঘটনায় নিহত ১৩, নিরাপদ সড়কের দাবিতে ঢাকায় পদযাত্রা
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাসের ১১ আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে মিসরাই বড়তাকিয়া রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
এ ছাড়া, আজ (শুক্রবার) সকাল আটটার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মাতুভূঁঞা সেতুর পাশে সালামনগর এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একজন ওষুধ কোম্পানির প্রতিনিধি মো. শাহিন (৩৫) নিহত হয়েছেন।
অপরদিকে, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. মনিরুল ইসলাম (৩০) নামের এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। আজ সকাল ৯টার দিকে উপজেলার ধানগড়া-ব্রহ্মগাছা সড়কের কয়ড়া শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সড়কে মৃত্যুর মিছিল বন্ধে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করে আজ রাজধানীতে পদযাত্রা করেছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)।
নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের চতুর্থ বার্ষিকীতে আজ সকালে রাজধানীর খিলক্ষেত বাসস্ট্যান্ডের পদচারী সেতুর নিচ থেকে এই পদযাত্রা শুরু হয়।
পদযাত্রা এমইএস বাসস্ট্যান্ড-সংলগ্ন কুর্মিটোলা এলাকায় এসে সমাপ্ত হয়। ২০১৮ সালের ২৯ জুলাই এ স্থানে বাসচাপায় নিহত হয়েছিল শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী রাজীব ও দিয়া। তাদের নিহত হওয়ার স্থানে সড়কে নিহত সবার স্মরণে আজ একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়।
নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক শাহীদুল ইসলাম বলেন, ‘২০১৮ সালে আমরা ৯ দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছিলাম। সেই আন্দোলনের চার বছর পেরিয়ে গেছে। এখনো আমাদের দাবিগুলো বাস্তবায়ন করা হয়নি। কোনো দফা এখনো পূরণ হয়নি। তাই বারবার আমাদের রাস্তায় নেমে আসতে হচ্ছে।’
উল্লেখ্য, পরিবহন মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি জাতীয় পার্টির চিফ হুইপ মসিউর রহমান এবং সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার এনায়েত উল্যাহ। আর শ্রমিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান। এর বাইরে অন্তত ৩০ মন্ত্রী ও সংসদ সদস্য পরিবহন ব্যবসায় জড়িত। জেলা পর্যায়ে পরিবহনমালিক-শ্রমিক সংগঠনগুলোর নেতৃত্বে রয়েছেন সরকারদলীয় নেতারা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এসব কারণে সরকার পরিবহন খাতে কঠোর আইনের প্রয়োগে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে থাকে। আন্দোলনের পর শিক্ষার্থীরা ক্লাসে ফিরে গেলে শক্তিশালী পরিবহন নেতা-শ্রমিকেরা মাঠে নেমেছেন। সরকারও নিজেদের গুটিয়ে নিয়েছে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।