ট্রেন সমময়মতো ছাড়ছে, ফেরি ঘাটেও ভোগান্তি নেই
এবারের ঈদযাত্রায় যানজট নেই: ওবায়দুল কাদের
বাংলাদেশে এবারের ঈদ যাত্রায় সড়কে গাড়ির চাপ থাকলেও যানজটের খবর নেই বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (শুক্রবার) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি বলেন, “গত কয়েকটি বছর ঈদযাত্রা স্বস্তিকর হয়েছে। ফিরতি যাত্রায় কয়েকটি দুর্ঘটনা হয়েছে। এবার আমরা আরো সর্তক হয়েছি।
“এবার চাপ আছে, যানজট নেই। সড়কে চাপ হবে। কোরবানি ঈদের সময় পশুর হাট চাপ সৃষ্টি করে বলে জানান তিনি। যত্রতত্র পশুবাহী গাড়ি থামানো ও পশুর হাট বসিয়ে জনদুর্ভোগ তৈরি না করার আহ্বান জানান সেতুমন্ত্রী।
এদিকে,ট্রেনে ঈদযাত্রার তৃতীয় দিনের অভিজ্ঞতার কথা বলছিলেন জামালপুর এক্সপ্রেসের যাত্রী আহমেদ সাকিব তরফদার। তিনি বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশনে তেমন দুর্ভোগ চোখে পড়েনি।ট্রেন সময়মতো ছাড়ছে।
তাছাড়া,পাটুরিয়া ফেরি ঘাটে ‘চাপ বাড়লেও’, ভোগান্তি নেই’বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ। তিনি বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পর্যাপ্ত ফেরি, লঞ্চ ও মহাসড়কে যানজট না থাকায় সহজেই ঘাট পার হচ্ছেন তারা।#
পার্সটুডে/জিএআর/১৪