নিহত ২৮, আহত ২৩
ইয়াজদে বাস দুর্ঘটনায় পাকিস্তানি জিয়ারতকারীদের মৃত্যু, গভীর শোক জানালো ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের কেন্দ্রীয় প্রদেশ ইয়াজদে বাস দুর্ঘটনায় ২৮ জন পাকিস্তানির নিহত হওয়ার ঘটনায় আন্তরিক শোক ও সমবেদনা জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ।
ইয়াজদ প্রাদেশিক গভর্নর মেহরান ফাতেমির সাথে এক টেলিফোন আলাপে রেজা আরেফ আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। তিনি মারাত্মক দুর্ঘটনার কারণ জানতে চান এবং দুঃখজনক এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সেবা নিশ্চিত করার ওপর জোর দেন।
তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্যের জন্য দোয়া করেন।
মঙ্গলবার রাতে ইরানের রাজধানী তেহরানের প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত তাফ্ত শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। এসব জিয়ারতকারী পবিত্র কারবালা শহরে ইমাম হোসাইন (আ.) এর শাহাদাতের ৪০ দিন উপলক্ষে অনুষ্ঠেয় আরবাইনে যোগ দিতে যাচ্ছিলেন।
গভর্নর ফাতেমি ভাইস প্রেসিডেন্ট রেজা আরেফকে বাস দুর্ঘটনার সম্ভাব্য কারণ, সময় এবং অবস্থান সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, আহতদের হাসপাতালে নেয়া হয়েছে এবং চিকিৎসার জন্য ইয়াজদ প্রদেশের একটি চিকিৎসা দল পাঠানো হয়েছে। হতাহতদের পরিবারকে সাময়িকভাবে থাকার ব্যবস্থাও নেয়া হয়েছে।
পার্সটুডে/এসআইবি/২১