গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে সমঝোতায় আসতে হবে: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i11236-গণতন্ত্র_প্রতিষ্ঠায়_ঐক্যবদ্ধভাবে_সমঝোতায়_আসতে_হবে_মির্জা_ফখরুল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে উগ্রবাদ ও সন্ত্রাসবাদের যে ভয়াবহতা সৃষ্টি হয়েছে, তা মোকাবেলায় গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ পরিচালনায় ঐক্যবদ্ধভাবে সমঝোতায় আসতে হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৫, ২০১৬ ১৭:১৩ Asia/Dhaka
  • গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে সমঝোতায় আসতে হবে: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে উগ্রবাদ ও সন্ত্রাসবাদের যে ভয়াবহতা সৃষ্টি হয়েছে, তা মোকাবেলায় গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ পরিচালনায় ঐক্যবদ্ধভাবে সমঝোতায় আসতে হবে।

আজ (রোববার) দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, স্বৈরতন্ত্র পাকা ও একদলীয় শাসন ব্যবস্থা পুনরায় প্রতিষ্ঠিত করতে যাবতীয় আয়োজন সম্পন্ন করেছে সরকার। ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে সরকার আবারো প্রমাণ করেছে, বিরোধী দলকে তারা নির্বাচনে যেতে দিতে চায় না।

এদিকে, সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির মহড়া আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহবায়ক মির্জা আব্বাস। তিনি বলেন, ইউপি নির্বাচন হয়ে গেল। এটা নির্বাচন বলা যাবে না। আগামীতে সংসদ নির্বাচনের রিহার্সেল হয়ে গেলে। কিভাবে আওয়ামী লীগের লোকেরা ভোট কারচুপি করবে, চুরি, কেন্দ্র দখল, সিল মারা, ভোটারদের কেন্দ্র যেতে না দেয়া।

আজ (রোববার) দুপুরে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচন নিয়ে সিইসির বক্তব্যের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ১৩২ জন মারা গেছে। তারপরও সিইসি বলেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। আর কত লোক মারা গেলে দেশের অবস্থা ভাল হবে? এ সময়, দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি চলছে, কিছুই স্বাভাবিক অবস্থায় নেই বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মাতৃগর্ভের সন্তানও নিরাপদ নয়। অস্বাভাবিক সরকারের কাছ থেকে স্বাভাবিক আচরণ আশা করা যায় না। অস্বাভাবিক সরকারের কারণেই দেশে পুলিশ কর্মকর্তার স্ত্রীকে হত্যার মতো ঘটনা ঘটছে। এমন ঘটনার নিন্দাও জানান তিনি।#

পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/৫