বাংলাদেশের প্রেসিডেন্টের কাছে ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i112594-বাংলাদেশের_প্রেসিডেন্টের_কাছে_ঢাকায়_নিযুক্ত_ইরানি_রাষ্ট্রদূতের_পরিচয়পত্র_পেশ
ঢাকায় নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদুত মানসুর চাভোশি বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ৩০, ২০২২ ০৭:৩১ Asia/Dhaka
  • বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদুত মানসুর চাভোশি।
    বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদুত মানসুর চাভোশি।

ঢাকায় নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদুত মানসুর চাভোশি বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।

নব‌নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত গতকাল (সোমবার) বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট-এর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। সেনাবাহিনীর ব্যান্ড দল ইরানের জাতীয় সঙ্গীত বাজায়। এরপর জনাব মানসুর চাভোশি প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশ করেন। পরিচয়পত্র জমা দেওয়ার পরপরই, ইরানের রাষ্ট্রদূত প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সাথে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন।

বৈঠককালে মোঃ আবদুল হামিদ বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশ  ও ইরানের সংস্কৃতি এবং ইতিহাসের অনেক মিল রয়েছে। 

নব‌নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বঙ্গভবনেপৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট-এর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে

দু'দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা উজ্জ্বল উল্লেখ করে প্রেসিডেন্ট আবদুল হামিদ আশা করেন- নতুন দূতের দায়িত্ব পালনকালে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারিত হবে। রোহিঙ্গা সমস্যার সমাধানে জাতিসংঘ ও ওআইসি তে জোরালো সমর্থনের জন্য ইরান সরকারকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট আবদুল হামিদ।
সাক্ষাৎকালে ইরানের রাষ্ট্রদূত দায়িত্ব পালনে বাংলাদেশের প্রেসিডেন্টের সার্বিক সহযোগিতা কামনা করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান গত ১৬ আগস্ট মানসুর চাভোশিকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান গত ১৬ আগস্ট মানসুর চাভোশিকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন। এর এক সপ্তাহ পর অর্থাৎ ২২ আগস্ট তিনি বাংলাদেশে তার প্রথম কর্মদিবস শুরু করেন। ওই দিনই তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল মো. আমানুল হকের কাছে নিজের পরিচয়পত্রের অনুলিপি জমা দেন।

নবনিযুক্ত রাষ্ট্রদূত মানসুর চাভোশি এর আগে উত্তর কোরিয়ায় ইরানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি পাকিস্তান, জার্মানি ও ইতালিতে ইরানি দূতাবাসে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

মানসুর  চাভোশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক এবং অভ্যন্তরীণ গণমাধ্যম বিষয়ক দপ্তরের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।