সরকার বিরোধী আন্দোলনে সহিংসতা: সরকার ও বিরোধী দলের পাল্টা পাল্টি অভিযোগ
(last modified Fri, 02 Sep 2022 13:57:02 GMT )
সেপ্টেম্বর ০২, ২০২২ ১৯:৫৭ Asia/Dhaka

সরকার বিরোধী রাজনৈতিক আন্দোলন চাঙ্গা করার জন্য এবং মিডিয়া কভারেজ পাবার জন্য বিএনপি নিজেরাই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে বলে দাবী করেছেন দেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা। গতকাল জাতীয় সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগ প্রধান এমন অভিযোগ করেন।

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিধ্বনি করে  আজ ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও  বলেছেন, বিএনপি মিডিয়া কাভারেজ পাওয়ার জন্য পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে। পুলিশকে আক্রমণ করলে পুলিশ কি বসে থাকবে? পুলিশের তো আত্মরক্ষার অধিকার আছে।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের  জবাবে  বলেন, বিএনপি ২০১৩-১৪ সালের অগ্নিসন্ত্রাসের পুনরাবৃত্তি ঘটাতে চাচ্ছে। মিডিয়া কাভারেজ পাওয়ার জন্য এবং আন্দোলন জমানোর জন্য নিজেরাই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে। পুলিশ যাতে তাদের ওপর চড়াও হয়। নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি আওয়ামী লীগকে হারাতে পারবে না বলেই তারা এই অরাজকতা তৈরি করেছে।

আন্দোলনের নামে সহিংসতার উপাদান যুক্ত হলে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করবে বলে হুঁশিয়ার করে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের  বলেন, আওয়ামী লীগ কখনো কাউকে আক্রমণ করবে না তবে আক্রান্ত হলে পাল্টা আক্রমণ করা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন বিএনপির লোকজন অপরাধী হলে তাদের আইনের আওতায় নিলে কেন এতো আপত্তি?

এদিকেপ্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কর্মসূচিতে সরকার গুলি চালিয়ে আমার ভাই শাওনকে হত্যা করেছে। শাওনের আত্মত্যাগ গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করবে। আজ শুক্রবার নারায়ণগঞ্জের নবীনগর বাজারে শাওনের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানানোর পর তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার দীর্ঘ এক যুগ ধরে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার কেড়ে নিয়েছে। বিরোধী নেতা-কর্মীদের  খুন-গুম করা হচ্ছে।  মামলা হামলা দিয়ে হয়রানী করা হচ্ছে।  কোথাও সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রশাসন দিয়ে ১৪৪ ধারা জারি করানো হচ্ছে। মির্জা ফখরুল  দৃঢ়তার সাথে  বলেন, এসব নির্যাতন নিপীড়ন সত্বেও  সরকারের অন্যায়েv বিরুদ্ধে আমরা জনগণকে সাথে নিয়ে প্রতিবাদ প্রতিরোধ চালিয়ে  যাব।

নারায়নগঞ্জ - মানিকগঞ্জে   মামলা দায়ের

গতকাল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জে বিএনপির  প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে  পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে পুলিশের গুলিতে যুবদলকর্মী শাওন প্রধানের মৃত্যুর ঘটনায়  নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি  হত্যা মামলা দায়ের হয়েছে। মামলায় অজ্ঞাতনামা চার-পাঁচ হাজার জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

গতকাল ময়নাতদন্তের পর রাত সাড়ে ১২টায় কড়া পুলিশ প্রহরায় তাকে দাফন করা হয়। তারপরই নিহতের বড়ভাই মিলন হোসেন বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায়  একটি মামলা  দায়ের  করেন। মামলায় তিনি অভিযোগ করেন, পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে বিএনপি নেতা-কর্মীদের ছোড়া ইট ও গুলির আঘাতে গুরুতর জখম হয়ে তার ভাই মারা গেছেন।

এ  ছাড়া  গতকাল  নারায়ণগঞ্জ জেলা বিএনপির  শোভাযাত্রা থেকে পুলিশ বক্সে হামলা, ভাঙচুর ও যে সহিংসতা চালানোর অভিযোগে পুলিশ বাদী হয়ে দুইটি মামলা দায়ের করেছে।

ও দিকেগতকাল  মানিকগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের ৩৩ জনের নাম উল্লেখসহ আড়াই হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আব্দুল লিটন।

বৃহস্পতিবার মধ্যরাতে সরকারি কাজে বাধা দেওয়া ও ভাঙচুর অভিযোগে পুলিশ বাদী হয়ে এ  মামলাটি দায়ের করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে শহরের ভেতর বিএনপির মিছিল প্রবেশের চেষ্টা করলে খালপাড় এলাকায় তাদের থামানো হয় এবং শহরের আইনশৃঙ্খলা রক্ষায় নেতাকর্মীদের শহরে না ঢুকতে অনুরোধ করা হয়। কিন্তু বিএনপির নেতাকর্মীরা পুলিশের অনুরোধ না মেনে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। তাদের ইটপাটকেলের আঘাতে সাতজন পুলিশ সদস্য আহত হয়।

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির জানান, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বের হওয়া শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বিনা উস্কানিতে নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। অথচ বিরোধী দলকে দমনের জন্য সরকারের নির্দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে।

এ ছাড়াআজ বগুড়া শহরের কালিতলায় একই সময়ে বিএনপি ও আওয়ামী লীগ-যুবলীগ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শুক্রবার দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কালিতলা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ