এবার পরাজিত হব না- ফখরুল : আগামী নির্বাচনে ফয়সালা হবে- কাদের
দেশব্যাপী চলমান আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দৃঢ়তা ব্যক্ত করে বলেছেন, বিএনপি এবার কোনমতেই পরাজিত হবে না। এবার আমাদেরকে বিজয় লাভ করতে হবে। এর কোনো বিকল্প নাই। কারণ ভোলায় নুরে আলম, আব্দুর রহিম এবং নারায়ণগঞ্জে শাওনের আত্মত্যাগকে কোনমতেই বৃথা যেতে দেয়া যাবে না।
আজ (শনিবার) রাজধানীতে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামের যৌথ উদ্যোগে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬তম কারামুক্তি দিবস উপলক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এর আগে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কর্মসূচি পালনকালে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে যুবদলের এক কর্মী নিহত হন।
নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবদল কর্মী শাওন প্রধানের মৃত্যুর ঘটনায় আজ শনিবার (৩ সেপ্টেম্বর) সারাদেশে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি পালন করছে বিএনপি। রাজধানীসহ সব জেলা ও মহানগরে এ কর্মসূচি পালন হচ্ছে।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আমাদের কোন বিভ্রান্ত থাকার সুযোগ নেই। পুলিশ ও আওয়ামী লীগ সরকার আমাদের কোন ছাড় দেবে না। প্রশ্নই উঠতে পারে না। জনগণের শক্তি দিয়ে দাবি আদায় করে নিতে হবে।
নায়ায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন হত্যার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ওই দিন রাতেই এসপি বললেন যে, এটা কার ছেলে, কোন দলের ছেলে, কি ছেলে- এটা এখনো
নিশ্চিত হয়নি। তবে তার চাচা আওয়ামী লীগ করেন। আমরা খুব পরিস্কার করে বলেছি, সে কোন দল করে- সেটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে, সে একজন শ্রমিক। গুরুত্বপূর্ণ হচ্ছে যে, তাকে [পুলিশ গুলি করে হত্যা করেছো। যদিও গুলি করার কোন পরিবেশ সেখানে সৃষ্টি হয়নি।
মির্জা ফখরুল বলেন, সময়টা এখন বেশি বক্তব্যে দেবার সময় না। এখন যতো কম কথা বলি, কাজ যতো বেশি করি- ততো ভালো হবে। আজকে ৫১ বছর পরে আমাদের নিজস্ব ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য লড়াই করতে হচ্ছে। ৫১ বছর পরে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত করবার জন্য লড়াই করতে হচ্ছে। এটা একটা জাতির জন্য চরম দুর্ভাগ্য ছাড়া আর কিছু না।
জাতীয় নির্বাচনে ফাইনাল খেলায় ফয়সালা হবে: ওবায়দুল কাদের
আগামী জাতীয় নির্বাচনে ফাইনাল খেলায় ফয়সালা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ছাত্রলীগ আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি’র আন্দোলন সক্ষমতাকে কটাক্ষ করে ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলন আন্দোলন করতে করতে মির্জা ফখরুল সাহেব গলা শুকিয়ে ফেলছেন। কিন্তু মরা নদীতে তো জোয়ার আসে না। জোয়ার কি আসবে কখনো? কর্মীদের আন্দোলন দিয়ে সরকার হটানোর ইতিহাস নেই। এখনো আপনাদের সঙ্গে দলের নেতাকর্মীর বাইরে জনগণ যোগ দেয়নি। কোন মুখে বলেন ফয়সালা হবে? ফয়সালা হবে আগামী জাতীয় নির্বাচনে ফাইনাল খেলায়। তখন দেখা যাবে কে হারে, কে জেতে।’
এদিকে আজকেও বিএনপি’র বিক্ষোভ-সমাবেশে হামলা হয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়, ঢাকার ধামরাই উপজেলায় এবং ঠাকুরগাঁওয়ের রুহিয়ায়।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপি-পুলিশ-আওয়ামী লীগের তিন ঘণ্টাব্যাপী ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ প্রায় দুই শতাধিক আহত হয়েছেন। কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন জানিয়েছেন বিএনপির আজকের সমাবেশ ও বিক্ষোভ মিছিলের অনুমতি ছিল না। মিছিল নিয়ে পৌর বাজারের দিকে তারা আসতে চাইলে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে আমাদের বেশ কয়েকজন সদস্যও আহত হয়েছেন।
ঢাকার ধামরাই উপজেলা বিএনপির নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল শুরু করলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে পুলিশ ধাওয়া দিয়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য মিছিল পণ্ড করে দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিকসহ ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ (শনিবার) বিকেলে একই স্থানে রুহিয়া থানা বিএনপির বিক্ষোভ কর্মসূচি ও থানা মহিলা আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ছাড়া, নেত্রকোনায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রণিসহ আরও তিনজন নেতাকে গ্রেফতার করছে ডিবি পুলিশ।
শনিবার ভোরে গাজীপুরের একটি হোটেল থেকে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে পুলিশ। আব্দুল্লাহ আল মামুন খান ওই মামলার প্রধান আসামি। গ্রেফতার হওয়া অন্য দুজন হলেন- আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মামীম হোসেন ও আটপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব টিটু ভূঁইয়া। গতকাল শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে মামলার ১৫ জন আসামিকে গ্রেফতার করা হয়।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/আশরাফুর রহমান/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।