সিরিয়ার ইদলিব অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীর ওপর হামলা চালালো রাশিয়ার যুদ্ধবিমান
(last modified Mon, 19 Sep 2022 08:21:31 GMT )
সেপ্টেম্বর ১৯, ২০২২ ১৪:২১ Asia/Dhaka
  • রুশ বিমান থেকে সন্ত্রাসী অবস্থানে হামলা
    রুশ বিমান থেকে সন্ত্রাসী অবস্থানে হামলা

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী হায়াত তাহরির আশ-শাম বা এইচটিএসের কয়েকটি অবস্থান লক্ষ্য করে রাশিয়ার জঙ্গিবিমান কয়েক দফা হামলা চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর দিয়েছে।

মন্ত্রণালয় দাবি করেছে, রুশ বিমান হামলায় কয়েক ডজন সন্ত্রাসী নিহত হয়। সিরিয়ায় রাশিয়ার রিকনসিলিয়েশন সেন্টারের উপপ্রধান মেজর জেনারেল ওলেগ ইয়েগোরোভ জানান, রাশিয়ার বিমান হামলা এই সন্ত্রাসীদের তিনটি ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। ইদলিব প্রদেশের আরমানাজ এলাকার শেখ ইউসুফ নামে একটি গ্রামে এই হামলা চালানো হয়।

জেনারেল ইয়েগোরোভ জানান, রাশিয়ার বিমান হামলায় সন্ত্রাসীদের অস্ত্র এবং সামরিক সরঞ্জামের কয়েকটি গুদাম ধ্বংস হয়। এছাড়া, ৪৫ জনের বেশি সন্ত্রাসী নিহত হয় যার মধ্যে কমান্ডার বিলাল সাঈদ এবং আবু দুজান আল দিরি রয়েছে।

মেজর জেনারেল ইয়েগোরোভ জানান, নিহত সন্ত্রাসীরা ইদলিবের নিরাপদ অঞ্চলে হামলা চালাতো এবং সিরিয়ার সেনা ও বেসামরিক জনগণকে হত্যা করতো। পাশাপাশি এসব সন্ত্রাসী সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সংঘবদ্ধভাবে হামলা চালাতো।

এর এক সপ্তাহের কিছু বেশি সময় আগে রাশিয়ার বিমান হামলায় সিরিয়ার কথিত জামাতুত তাওহিদ ওয়াল জিহাদ নামে একটি গোষ্ঠীর শীর্ষ পর্যায়ের সন্ত্রাসী সিরাজউদ্দিন মুক্তারভ নিহত হয়।#

পার্সটুডে/এসআইবি/১৯