চিঠি লেখা প্রতিযোগিতা সেপ্টেম্বর-২০২২-এ বিজয়ীদের নাম ঘোষণা
(last modified Fri, 07 Oct 2022 10:22:11 GMT )
অক্টোবর ০৭, ২০২২ ১৬:২২ Asia/Dhaka
  • চিঠি লেখা প্রতিযোগিতা সেপ্টেম্বর-২০২২-এ বিজয়ীদের নাম ঘোষণা

বাংলাদেশের কিশোরগঞ্জ ও নরসিংদী জেলায় রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধির লক্ষ্যে 'আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ' আয়োজিত চিঠি লেখা প্রতিযোগিতা সেপ্টেম্বর-২০২২-এর ফল প্রকাশিত হয়েছে। লেখার গুণগত মান বিচার করে এ মাসের ‘শ্রেষ্ঠ পত্রলেখক' হিসেবে তিনজনকে বিজয়ী করা হয়েছে।

বিজয়ীদের তালিকা

ক্রমিক নং

নাম

ঠিকানা

চিঠির সংখ্যা

মন্তব্য

০১

জাহাঙ্গীর আলম

সভাপতি

স্বপ্নের তরী বেতার শ্রোতা ক্লাব
গ্রামঃ গোবরিয়া
ডাকঘরঃ লক্ষীপুর (২৩৩৮)
থানাঃ কুলিয়ারচর
জেলাঃ কিশোরগঞ্জ
 

প্রথম

০২

আবুল কালাম 

সভাপতি 

বইলাব বেতার শ্রোতা সংঘ

গ্রাম+পোঃ-বইলাব

থানাঃ-শিবপুর 

জেলাঃ-নরসিংদী। 

মোবাইল-০১৭১০৩৮৯০০২

দ্বিতীয়

০৩

কাজী এনামুল হক

 

সাধারণ সম্পাদক
টেকনিক্যাল স্কুল কলেজ বেতার শ্রোতা ক্লাব

ভৈরব, কিশোরগঞ্জ  
মোবাইল নং-০১৭২৬৩৫৪২৯০

তৃতীয়

প্রতিযোগিতার ঘোষণা

কিশোরগঞ্জ ও নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দারা ইচ্ছে করলে চলতি অক্টোবর মাসেও চিঠি লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। এজন্য শ্রোতাদেরকে রেডিও তেহরানের অনুষ্ঠানের ওপর মতামত জানিয়ে প্রতি মাসে দুটি করে চিঠি লিখতে হবে। প্রত্যেক মাসে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীদেরকে পুরস্কার ও সনদ প্রদান করা হবে। এছাড়া, অংশগ্রহণকারী সবার জন্য থাকবে বিশেষ পুরস্কার। বিজয়ীদের লেখাগুলো রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্সটুডেতে প্রকাশ করা হবে। 

নিয়মাবলি:

১) অংশগ্রহণকারীকে অবশ্যই কিশোরগঞ্জ ও নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

২) একটি ইমেইল আইডি থেকে একজন প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবেন।

৩) চিঠিতে প্রতিযোগীর নাম, পূর্ণ ঠিকানা, মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

৪) প্রতিটি চিঠির সাথে একটি ছবি সংযুক্ত করতে হবে।

৫) চিঠি পাঠানোর ইমেইল ঠিকানা হল: [email protected] তবে রেডিও তেহরানের ঠিকানায় পাঠানোর সাথে সাথে তা [email protected] ইমেইলে ফরোয়ার্ড করতে হবে।

৬) ইমেইলে সাবজেক্টের স্থানে ‘চিঠি লেখা প্রতিযোগিতা অক্টোবর-২০২২’ লিখতে হবে।

৭) প্রতিযোগিতার যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৭

ট্যাগ