আইআরআইবি ফ্যান ক্লাবের সেপ্টেম্বর মাসের কুইজ বিজয়ীদের নাম ঘোষণা
(last modified Tue, 11 Oct 2022 05:59:46 GMT )
অক্টোবর ১১, ২০২২ ১১:৫৯ Asia/Dhaka
  • আইআরআইবি ফ্যান ক্লাবের সেপ্টেম্বর মাসের কুইজ বিজয়ীদের নাম ঘোষণা

'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' আয়োজিত সেপ্টেম্বর মাসের অনলাইন কুইজ প্রতিযোগিতার ফল প্রকাশিত হয়েছে। এতে অংশ নিয়েছিলেন ৯৮ জন প্রতিযোগী। তাদের মধ্যে সঠিক উত্তর দিয়েছেন ৯৫ জন (বাংলাদেশ ৭৯, ভারত ১৬)। বাকি ৩ জন (বাংলাদেশ ১, ভারত ২) ভুল উত্তর দিয়েছেন।

বিজয়ীদের তালিকা

 

১. মো. মাহফুজুর রহমান

জিপিও বক্স নম্বর ৮৩

কুমিল্লা-৩৫০০, বাংলাদেশ।

 

২. মোঃ রাসেল শিকদার

শ্রীনাথদী, কেন্দুয়া,

মাদারীপুর, বাংলাদেশ।

 

৩. মো. জাফর আলী

গ্রামঃ কামালপুর, পোস্টঃ লোহানী সাগরদিঘী

থানাঃ ঘাটাইল, জেলাঃ টাঙ্গাইল

 

৪. আরেফা খাতুন

গ্রাম: বরমী পো: বরমী বাজার (১৭৪৩)

উপজেলা: শ্রীপুর জেলা: গাজীপুর

 

৫. আলমিন সেখ (হিরামন)

গ্রাম: গোংড়া, পোস্ট: রানাবন্ধ

থানা: চাপড়া, জেলা: নদীয়া

পশ্চিমবঙ্গ, ভারত

 

প্রতিযোগিয়ায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।

 

কুইজের উত্তরগুলো মিলিয়ে নিন:

প্রশ্ন-১: ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি একটি অত্যাধুনিক স্ট্রাইক ড্রোনের মোড়ক উন্মোচন করেছে। ড্রোনটির নাম কী?

উত্তর: আবাবিল

প্রশ্ন-২: ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি শহীদ সোলাইমানি যুদ্ধজাহাজটি কত মিটার লম্বা ও কত মিটার চওড়া?

উত্তর: ৬৭ মিটার লম্বা ও ১৮ মিটার চওড়া

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ