চিঠি লেখা প্রতিযোগিতা অক্টোবর-২০২২-এ বিজয়ীদের নাম ঘোষণা
https://parstoday.ir/bn/news/bangladesh-i115448
বাংলাদেশের কিশোরগঞ্জ ও নরসিংদী জেলায় রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধির লক্ষ্যে 'আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ' আয়োজিত চিঠি লেখা প্রতিযোগিতা অক্টোবর-২০২২-এর ফল প্রকাশিত হয়েছে। লেখার গুণগত মান বিচার করে এ মাসের ‘শ্রেষ্ঠ পত্রলেখক' হিসেবে দুইজনকে বিজয়ী করা হয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
নভেম্বর ০৪, ২০২২ ২৩:২৬ Asia/Dhaka
  • চিঠি লেখা প্রতিযোগিতা অক্টোবর-২০২২-এ বিজয়ীদের নাম ঘোষণা

বাংলাদেশের কিশোরগঞ্জ ও নরসিংদী জেলায় রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধির লক্ষ্যে 'আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ' আয়োজিত চিঠি লেখা প্রতিযোগিতা অক্টোবর-২০২২-এর ফল প্রকাশিত হয়েছে। লেখার গুণগত মান বিচার করে এ মাসের ‘শ্রেষ্ঠ পত্রলেখক' হিসেবে দুইজনকে বিজয়ী করা হয়েছে।

বিজয়ীরা হলেন:

প্রথম স্থান: 

শরিফা আক্তার পান্না
২০৬/১ খড়ম পট্টি
কিশোরগঞ্জ-২৩০০

দ্বিতীয় স্থান

এসটি তাইজুল ইসলাম
পোঃ কাটাবাড়িয়া 
থানাঃ মনোহরদী 
জেলাঃ নরসিংদী

বিশেষ দ্রষ্টব্য: বেশ কয়েকজন শ্রোতা অক্টোবর মাসে একটি চিঠি পাঠিয়েছেন। কিন্তু শর্ত ছিল দুটি চিঠি পাঠাবার। তাই যারা একটি চিঠি পাঠিয়েছেন, তাদেরকে পুরস্কারের জন্য বিবেচনা করা যায়নি বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।  

পার্সটুডে/আশরাফুর রহমান/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।