রেমিট্যান্স পাঠাতে কোনো চার্জ দিতে হবে না; ব্যাংকের সেবা নিশ্চিতের দাবি বায়রার
https://parstoday.ir/bn/news/bangladesh-i115624-রেমিট্যান্স_পাঠাতে_কোনো_চার্জ_দিতে_হবে_না_ব্যাংকের_সেবা_নিশ্চিতের_দাবি_বায়রার
পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এখন থেকে রেমিট্যান্স পাঠাতে আর চার্জ দেয়ার প্রয়োজন হবে না। একই সঙ্গে বিদেশে ছুটির দিনেও রেমিট্যান্স পাঠাতে পারবেন তারা। চলমান ডলার সংকটে বৈধভাবে রেমিট্যান্স বাড়াতে এসব উদ্যোগ নিয়েছে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠন বাফেদা।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
নভেম্বর ০৮, ২০২২ ১৯:৩৬ Asia/Dhaka

পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এখন থেকে রেমিট্যান্স পাঠাতে আর চার্জ দেয়ার প্রয়োজন হবে না। একই সঙ্গে বিদেশে ছুটির দিনেও রেমিট্যান্স পাঠাতে পারবেন তারা। চলমান ডলার সংকটে বৈধভাবে রেমিট্যান্স বাড়াতে এসব উদ্যোগ নিয়েছে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠন বাফেদা।

রোববার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবিবি ও বাফেদার বৈঠক শেষে সোনালী ব্যাংকের এমডি ও বাফেদার চেয়ারম্যান আফজাল করিম এ সিদ্ধান্তের কথা জানান। এখন থেকে ব্যাংকগুলো ১০৭ টাকায় রেমিট্যান্স এবং ১০০ টাকায় রপ্তানি আয় সংগ্রহ করবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে রেমিট্যান্স পাঠানোর চার্জ মওকুফ করা হয়েছে।

এমন খবরে উচ্ছসিত প্রবাসীসহ সংশ্লিষ্ট খাতের ব্যক্তিরা। এ প্রসঙ্গে অভিবাসন বিশ্লেষক ও সাবেক আইওএম কর্মকর্তা আসিফ মুনীর রেডিও তেহরানকে বলেন, বিনা চার্জে প্রবাসীদের অর্থ বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ যা রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির পাশাপাশি বৈধ চ্যানেলে বিদেশি আয় নিশ্চিতে কাজ করবে বলে মনে করেন এ অভিবাসন বিশ্লেষক।

তবে জনশক্তি রফতানিকারকদের সংগঠন বায়রা'র সভাপতি মোহাম্মদ আবুল বাশার রেডিও তেহরানকে বলেন, বিদেশে যে দু'একটি স্থানে সরকারি ব্যাংক ইতোমধ্যে  আছে সেখানে প্রবাসীরা সঠিক সেবা পান না। এ অভিযোগ দীর্ঘ দিনের। তাই এমন মহৎ উদ্যোগ তখনই বাস্তবিক ও প্রবাসীবান্ধব হবে যখন, বিদেশের বিভিন্ন এলাকায় সরকারি ব্যাংকগুলোতে প্রবাসীদের সেবা নিশ্চিত করা যাবে। একই সাথে ব্যাংকিং পদ্ধতির আধুনিকায়ন ও ডিজিটালাইজেশন পূর্ণাঙ্গভাবে করারও দাবি জানান বায়রা সভাপতি।#

পার্সটুডে/নিলয় রহমান/আশরাফুর রহমান/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।