ইরানের তেলবহির্ভূত রপ্তানি কি বৃদ্ধি পেয়েছে?
-
ইরানের তেলবহির্ভূত রপ্তানি ৬% বৃদ্ধি পেয়েছে
পার্সটুডে: ইরানের ট্রেড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রধান জানিয়েছেন, ফার্সি ১৪০৪ সালের প্রথম ছয় মাসে (২১ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর) ইরানের মোট তেলবহির্ভূত রপ্তানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা'র বরাতে পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ট্রেড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রধান মোহাম্মদ আলি দেহকান দেহনাভি বলেছেন, ফার্সি ১৪০৩ সালের প্রথম ছয় মাসে মোট তেলবহির্ভূত রপ্তানির মূল্য ছিল ২৫ বিলিয়ন ৯২২ মিলিয়ন মার্কিন ডলার, যা ১৪০৪ সালের প্রথম ছয় মাসে বৃদ্ধি পেয়ে ২৫ বিলিয়ন ৯৪৪ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
দেহকান দেহনাভি যোগ করেন যে, পরিমাণের দিক থেকেও ইরানের তেলবহির্ভূত রপ্তানি ৬% বৃদ্ধি পেয়েছে। তার মতে, ১৪০৪ সালের প্রথম ছয় মাসে ইরানে আমদানির মূল্য দাঁড়িয়েছে ২৮ বিলিয়ন ৩৬৭ মিলিয়ন মার্কিন ডলার।
তিনি উল্লেখ করেন, ইরানের বাণিজ্য ভারসাম্য উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। ১৪০৩ সালের প্রথম ছয় মাসে বাণিজ্য ভারসাম্য ছিল নেতিবাচক ৭.৫ বিলিয়ন ডলার, যা এই বছর এসে দাঁড়িয়েছে ৪ বিলিয়ন ডলারে, অর্থাৎ ৬৮ শতাংশ উন্নতি ঘটেছে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সরকারের ভালো পারফরম্যান্সের প্রশংসা করে দেহকান দেহনভি বলেন, ১৪০৩ সাল ছিল ইরানের তেলবহির্ভূত রপ্তানির ইতিহাসে এক উজ্জ্বল ও অভূতপূর্ব বছর। সে বছর তেলবহির্ভূত রপ্তানি ৫৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে এবং আগের বছরের তুলনায় ১৫.৮% বৃদ্ধি পেয়ে ইরানের রপ্তানির ইতিহাসে একটি নজিরবিহীন রেকর্ড স্থাপন করেছে।#
পার্সটুডে/এমএআর/১১