বিএনপিকে দেশের মানুষ ভোট দিবে না: প্রধানমন্ত্রী
(last modified Fri, 11 Nov 2022 13:15:15 GMT )
নভেম্বর ১১, ২০২২ ১৯:১৫ Asia/Dhaka
  • সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী
    সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের সকল সুযোগ-সুবিধা নিয়েও সরকারের অবদান অস্বীকার করছে একটি শ্রেণী। যারা দেশের টাকা লুটপাটকারী ও সাজাপ্রাপ্ত দুর্নীতিবাজ, তাদের মুখে সমালোচনা মানায় না বলেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার রাজধানী ঢাকায় যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব মহাসমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের সংগঠন বিএনপিকে দেশের জনগণ আর ভোট দেবে না। এসময় দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে, যুবলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, দেশবিরোধী অপশক্তিরা অন্ধ বলেই তারা দেশের উন্নয়ন দেখে না। উন্নয়নের সব সুফল ভোগ করলেও তারা শুধু সমালোচনা করতেই জানে। এসময় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার অগ্রযাত্রা অক্ষুন্ন রাখতে, যুবসমাজকেই দায়িত্ব নিতে হবে।

এদিকে, অনুষ্ঠানে যোগ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যুবলীগের জনসমুদ্র প্রমাণ করেছে দেশের জনগণ আওয়ামী লীগের সাথে আছে। এবার বিএনপির দুর্নীতি, দুঃশাসনের আর লুটপাটের বিরুদ্ধে খেলা হবে- বলে আবারো হুঁশিয়ারি দিয়েছেন ওবায়দুল কাদের। #

পার্সটুডে/নিলয় রহমান/রেজওয়ান হোসেন/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।