জেলা পরিষদ সংশোধিত আইন সংস্কারের দাবি স্থানীয় সরকার বিশেষজ্ঞদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i115870-জেলা_পরিষদ_সংশোধিত_আইন_সংস্কারের_দাবি_স্থানীয়_সরকার_বিশেষজ্ঞদের
বাংলাদেশের জেলা পরিষদে ৫৯ জন চেয়ারম্যানসহ নবনির্বাচিত প্রতিনিধিদের আজ (সোমবার) শপথ বাক্য পাঠ করানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এ শপথ বাক্য পাঠ করান। জেলা পরিষদের সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ১৪, ২০২২ ১৮:২৭ Asia/Dhaka

বাংলাদেশের জেলা পরিষদে ৫৯ জন চেয়ারম্যানসহ নবনির্বাচিত প্রতিনিধিদের আজ (সোমবার) শপথ বাক্য পাঠ করানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এ শপথ বাক্য পাঠ করান। জেলা পরিষদের সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

তফসিল ঘোষিত ৬১টি জেলা পরিষদের মধ্যে ৫৭টির নির্বাচন গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয়। ভোলা ও ফেনী জেলার সব কয়টি পদে একক প্রার্থী থাকায় নির্বাচনের প্রয়োজন পড়েনি। অপরদিকে আদালতের নিষেধাজ্ঞা থাকায় চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালী জেলার ভোট গ্রহণ স্থগিত হয়।

তবে সদ্য নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান ও কাউন্সিলরদের কাজ নিয়ে অস্পষ্টতা দেখা দিয়েছে। জেলা পরিষদের সংশোধিত আইনে কেবল নির্বাচনকেই গুরুত্ব দেওয়ায় ধোঁয়াশা তৈরি হয়েছে এই প্রথমবারের মতো নির্বাচিত এসব জনপ্রতিনিধিদের কর্মপরিধি ও দায়িত্ব নিয়ে। এ সংক্রান্ত আইনে যদিও ১২ ধরনের কাজের কথা বলা হয়েছে; কিন্তু সেসব কাজও সাংঘর্ষিক।

এ প্রসঙ্গে স্থানীয় সরকার নিয়ে কাজ করে সুশাসনের জন্য নাগরিক সুজন-এর সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার রেডিও তেহরানকে বলেন, জেলা পরিষদের সংশোধিত আইনে জেলা পরিষদের চেয়ারম্যান ও কাউন্সিলরদের কাজের সুস্পষ্ট নির্দেশনা নেই। আর যেসব কাজের কথা বলা হয়েছে, সেগুলোও অন্য জনপ্রতিনিধিদের কাজের সঙ্গে সাংঘর্ষিক। নির্বাচিতরা কি বিদ্যমান স্থানীয় সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সমান্তরালভাবে এলাকার উন্নয়নকাজ করবেন; নাকি সেসব সংস্থার কাজগুলো দেখভাল করবেন?

এদিকে, জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যানদের পদমর্যাদা নিয়েও প্রশ্ন উঠেছে। এসব প্রতিনিধি কার ওপরে বা কার নিচে? জেলার ডিসিরা কি এদের কথা অনুযায়ী কাজ করবেন; নাকি এরাই ডিসি অফিসে বসে থাকবেন কোনো কাজের ধরনা দিতে? বিশেষ করে সরকারের ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’-এ (সামরিক-বেসামরিক কর্মকর্তাদের তুলনামূলক অবস্থানের বর্ণনা) জেলা পরিষদের চেয়ারম্যানের নাম না থাকায় মর্যাদা ও কাজের ধারা নিয়ে জটিলতা আরো বেড়েছে।

এমন পরিস্থিতিতে কথা হয় নবনির্বাচিত পটুয়াখালী জেলাপরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান রেডিও তেহরানকে বলেন, স্থানীয় পর্যায়ের উন্নয়নকাজে সবাইকে সাথে নিয়ে কাজ করবেন তিনি। যদিও আইনের বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি।#  

পার্সটুডে/নিলয় রহমান/আশরাফুর রহমান/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।