ডিসেম্বর ০৩, ২০২২ ১৮:৫৮ Asia/Dhaka

বাংলাদেশের রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষকের গাড়িচাপায় এক নারীর মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়েছে সাধারণ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ছাত্র সংগঠন। এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সেখানে তারা ঢাবি ক্যাম্পাসে অতিরিক্ত যানবাহন চলাচল বন্ধ করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাসের দাবি জানান।

গতকাল (শুক্রবার) রাজধানীর শাহবাগ থানার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এক নারী। আটকে যান ঐ গাড়ির নিচে, আর চালক গাড়ির নিচে তাকে টেনে টিএসসি থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত নিয়ে যান। তখন পথচারীদের চিৎকারে তিনি গাড়ি থামালে উদ্ধার করে আহত নারীকে হাসপাতালে নেয়া হয়। চিকিসক তাকে মৃত ঘোষণা করেন।  আর  ওই প্রাইভেটকারের চালক ছিলেন ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহকারী অধ্যাপক আজহার জাফর শাহ। এ সময় উপস্থিত জনতা তাকে পিটুনি দেন। পরে তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও ভর্তি করা হয়৷

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত জাহান শাওন রেডিও তেহরানকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল শিক্ষার্থীর জানমালের নিরাপত্তার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। কিন্তু তারা এ দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ক্যাম্পাসে প্রতিনিয়তই উচ্চ স্বরে এবং উচ্চগতিতে যানবাহন চলছে। এতে একদিকে শব্দ দূষণ হচ্ছে। অন্যদিকে শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন

আর নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন রেডিও তেহরানকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনাটি মর্মান্তিক। এ ধরনের ঘটনা প্রতিরোধে গাড়ির গতি নিয়ন্ত্রণের দাবি জানান তিনি। বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ আইনে গতি নিয়ন্ত্রণের বিষয় বলা থাকলেও কিভাবে কোথায় গাড়ি কতটুকু নিয়ন্ত্রিতভাবে চলবে তা বলা নেই। তাই বুয়েট ও নিসচা যৌথভাবে সড়কে গাড়ির নিয়ন্ত্রণ গাইড লাইন প্রস্তাব করেছে বিআরটিএ'র কাছে। এ বিষয়ে সরকারের নীতি নির্ধারক মহলের সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ না হলে প্রত্যাশিত সুফল পাওয়া যাবে না বলেও শঙ্কা প্রকাশ করেন ইলিয়াস কাঞ্চন। সড়ক নিরাপদ করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান জনপ্রিয় এ অভিনেতা ও সংগঠক।#

পার্সটুডে/নিলয় রহমান/আশরাফুর রহমান/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ