আজ বেলা ১১টায় তার মরদেহ জাতীয় প্রেস ক্লাবে নেয়া হবে
তেহরান বেতারসহ সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া!
রেডিও তেহরানের বিশেষ প্রতিনিধি, বিশিষ্ট সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি, কোষাধ্যক্ষ ও যুগ্ম সম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে’র (একাংশ) সাবেক কাউন্সিলর আবদুর রহমান খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি না ফেরার দেশে চলে যান। গত কিছুদিন ধরে লিভারের জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি ইবনে সিনা হাসপাতালের কল্যাণপুর শাখায় চিকিৎসাধীন ছিলেন। তার আগে স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
আবদুর রহমান খান বাংলাদেশ টাইমস, ডেইলি ইন্ডিপেন্ডেন্ট, সাপ্তাহিক হলিউডে, দেশ বাংলাসহ দেশের বিভিন্ন সংবাদপত্রে কৃতিত্বের সঙ্গে সাংবাদিকতা করেছেন। সর্বশেষ তিনি রেডিও তেহরানের ঢাকা ব্যুরো প্রধান হিসেবে বিশেষ প্রতিনিধির দায়িত্ব পালন করছিলেন।
বেলা ১১টায় তার মরদেহ জাতীয় প্রেস ক্লাবে নেয়া হয় এবং বাদ জোহর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
আবদুর রহমান খানের জন্ম ১৯৫২ সালের ৩০ নভেম্বর বরিশালের বানারীপাড়ার চৌয়ারীপাড়ায়। সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রিধারী খান ১৯৮৩ সালে বাংলাদেশ টাইমস পত্রিকায় যোগ দিয়ে সাংবাদিকতা শুরু করেন। পরে ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্ট এর প্রধান প্রতিবেদক ছিলেন।
বিগত বিএনপি সরকারের সময় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। কবি আবদুর রহমান খান জাতীয় প্রেস ক্লাবে কবিদের সংগঠন 'কবিতাপত্র'র সভাপতি ছিলেন। জাতীয় প্রেস ক্লাব অঙ্গনে তিনি প্রতিবাদী, স্পষ্টবাদী ও নীতিনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুর সময় আবদুর রহমান খান দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। স্ত্রী লুৎফর নাহার ২০২০ সালে ডিসেম্বর মাসে ইন্তেকাল করেছেন।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে ক্লাবের সিনিয়র সদস্য আবদুর রহমান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতারা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তাঁর মৃত্যুতে রেডিও তেহরানের পক্ষ থেকেও মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের প্রতি জানানো হয়েছে গভীর শোক ও সমবেদনা। মহান আল্লাহ তাঁর আত্মাকে সন্তুষ্ট রাখুন ও তাঁকে দান করুন জান্নাতুল ফিরদৌসে উচ্চ মর্যাদা এবং মরহুমের পরিবারকে দান করুন ধৈর্য। #
পার্সটুডে/এসআইবি/এমএআর/২৭
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন