দক্ষিণ লেবাননের হাসেবিয়ায় দখলদার বাহিনীর হামলা: ৩ সাংবাদিক শহীদ
https://parstoday.ir/bn/news/event-i143010-দক্ষিণ_লেবাননের_হাসেবিয়ায়_দখলদার_বাহিনীর_হামলা_৩_সাংবাদিক_শহীদ
পার্সটুডে: লেবাননের দক্ষিণাঞ্চলীয় ‘নাবাতিয়া’ প্রদেশের ‘হাসবিয়া’ শহরে ইহুদিবাদী ইসরাইলিদের হামলায় ৩ সাংবাদিক শহীদ হয়েছেন। লেবাননের ত্রাণ কর্মীরা আরও জানায় আজ (শুক্রবার) সকালে ইসরাইলি হামলায় ওই হতাহতের ঘটনা ঘটে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৫, ২০২৪ ১৫:৪১ Asia/Dhaka
  • দক্ষিণ লেবাননের হাসেবিয়ায় দখলদার বাহিনীর হামলা: ৩ সাংবাদিক শহীদ

পার্সটুডে: লেবাননের দক্ষিণাঞ্চলীয় ‘নাবাতিয়া’ প্রদেশের ‘হাসবিয়া’ শহরে ইহুদিবাদী ইসরাইলিদের হামলায় ৩ সাংবাদিক শহীদ হয়েছেন। লেবাননের ত্রাণ কর্মীরা আরও জানায় আজ (শুক্রবার) সকালে ইসরাইলি হামলায় ওই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রগুলো আরও জানিয়েছে হাসবিয়া শহরের একটি হোটেলে সাংবাদিকরা থাকতো। ওই হোটেল লক্ষ্য করে দখলদার সেনারা হামলা চালায়। হামলা চালানোর সময় সাংবাদিকরা ঘুমে ছিলেন বলে সূত্রগুলো জানায়।

ওই হামলায় ৩ জন সাংবাদিক শহীদ হয়েছেন। এদের একজন আল-মায়াদিনের ক্যামেরাম্যান গাসসান নাজ্জার, তার সহকর্মী লাইভ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজা এবং তৃতীয়জন ওসাম কাসেম। তিনি ছিলেন আল-মানার টেলিভিশনের ক্যামেরাম্যান।

আল-মায়াদিন নেটওয়ার্কের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গাসসান বিন জাদো জানিয়েছেন, দখলদার বাহিনী সাংবাদিকদের বাসস্থানকে লক্ষ্যবস্তু করার ঘটনা ছিল সম্পূর্ণ উদ্দেশ্যমূলক। ওই হামলায় অন্যান্য আরব নেটওয়ার্কের লোকজনও আহত হয়েছে বলে জানান তিনি।

বিন জাদো সাংবাদিকদের টার্গেট করার জন্য ইহুদিবাদী বাহিনীকে দায়ী করেছেন এবং ওই বর্বর পদক্ষেপকে যুদ্ধাপরাধ হিসাবে উল্লেখ করেছেন।

এসইসঙ্গে তিনি গণমাধ্যম কর্তৃপক্ষ এবং সাংবাদিকরা যেন গাজা ও লেবাননে দখলদারদের ক্রমাগত অপরাধের খবরাখবর কভারেজ দেয় তার ওপর জোর দেন।#

পার্সটুডে/এনএম/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।