মেট্রোরেল উদ্বোধন ২৮ ডিসেম্বর
মেট্রোরেল নিয়ে উচ্ছ্বসিত নগরবাসী: বাড়তি ভাড়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া
বাংলাদেশও প্রবেশ করল মেট্রোরেলের যুগে। বিদ্যুৎ গতিতে এ যন্ত্রদানব নগরীর যানজটকে মাড়িয়ে উড়ে চলবে উত্তরা মিরপুর আগারগাঁও কিংবা মতিঝিলের অফিস পাড়ায়ও। এমন প্রত্যাশাকে সামনে রেখে সব বাধা পেরিয়ে অবশেষে আগামীকাল (২৮ ডিসেম্বর) বাংলাদেশে দৃশ্যমান হচ্ছে স্বপ্নের মেট্রোরেল। আগারগাঁও থেকে দিয়াবাড়ী পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার অংশে চালু হচ্ছে এটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম এই বৈদ্যুতিক ট্রেনের উদ্বোধন করবেন।
মেট্রোরেলের উদ্বোধনের খবরে উচ্ছ্বসিত দেশের সাধারণ মানুষসহ ঢাকার নগরবাসী। তবে মেট্রোরেলে হাফ ভাড়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, যে ভাড়া নির্ধারণ করা হয়েছে তা যৌক্তিক। তবে পাস নিলে ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। আপাতত চালু হওয়া রুট আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা।
তবে মেট্রোরেলে ভাড়া বাড়তি দাবি করে রুট ব্যবস্থাপনা নিয়েও নগরবাসীর রয়েছে মিশ্রপ্রতিক্রিয়া। উত্তরার বাসিন্দা রুবাইয়াত ইলমা রেডিও তেহরানকে বলেন, যেহেতু সাধারণ মানুষের প্রয়োজনের তাগিদে সরকারের এই উদ্যোগ, তাই ভাড়া আরেকটু কম হলে ভালো হতো।
আর মিরপুরের চাকুরীজীবী হাবিব রেডিও তেহরানকে বলেন, রুট ব্যবস্থাপনা সঠিকভাবে করার মাধ্যমে নগরবাসীর যানজট সমস্যার সমাধান করতে হবে। নইলে মেট্রোরেল প্রদর্শনীর বস্তুতে পরিণত হবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেছেন, আগামী বছরের ২৬ মার্চ থেকে সব স্টেশনেই থামবে মেট্রোরেল। দৈনিক চার ঘণ্টা করে মেট্রোরেল চলবে প্রথম দিকে। তবে, শুরুতে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে, মাঝখানে কোনো স্টেশনে থামবে না এ গতিদানবের বাহনটি। উদ্বোধনের পরের দিন থেকেই জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে এই মেট্রো রেল।#
পার্সটুডে/নিলয় রহমান/আশরাফুর রহমান/২৭