ঢাকায় চুরি ছিনতাই কমাতে সিসি ক্যামেরার সেন্ট্রাল নিয়ন্ত্রণ জরুরি: পুলিশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i117744-ঢাকায়_চুরি_ছিনতাই_কমাতে_সিসি_ক্যামেরার_সেন্ট্রাল_নিয়ন্ত্রণ_জরুরি_পুলিশ
যুক্তরাষ্ট্রভিত্তিক জনমত জরিপ প্রতিষ্ঠান গ্যালাপের বৈশ্বিক আইনশৃঙ্খলা সূচকে উন্নতি করেছে বাংলাদেশ। চলতি বছরের প্রকাশিত সূচকে দেখা যায়, ২০২১ সালের চেয়ে ২ পয়েন্ট বেশি পেয়ে বাংলাদেশের পয়েন্ট ৭৯-তে দাঁড়িয়েছে। আগের বছর এই পয়েন্ট ছিল ৭৭।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৮, ২০২২ ১৯:১৭ Asia/Dhaka

যুক্তরাষ্ট্রভিত্তিক জনমত জরিপ প্রতিষ্ঠান গ্যালাপের বৈশ্বিক আইনশৃঙ্খলা সূচকে উন্নতি করেছে বাংলাদেশ। চলতি বছরের প্রকাশিত সূচকে দেখা যায়, ২০২১ সালের চেয়ে ২ পয়েন্ট বেশি পেয়ে বাংলাদেশের পয়েন্ট ৭৯-তে দাঁড়িয়েছে। আগের বছর এই পয়েন্ট ছিল ৭৭।

যদিও ২০২০ সালে এই পয়েন্ট ছিল ৮১। সূচক অনুযায়ী ১০০ পয়েন্টের মধ্যে যে দেশ যত বেশি পয়েন্ট পায়, সে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তত ভালো বলে বিবেচনা করা হয়। মূলত কয়েকটি প্রশ্নের ওপর ভিত্তি করে সূচকের স্কোর নির্ধারণ করা হয়। প্রশ্নগুলো হচ্ছে: বাসিন্দারা নিজ এলাকায় রাতে একা হাঁটতে নিরাপদ বোধ করেন কি-না; পুলিশের ‍ওপর আস্থা আছে কি-না; চুরি, হামলা বা ছিনতাইয়ের শিকার হয়েছেন কি-না। 

এই সূচকে সবচেয়ে বেশি স্কোর ৯৬ নিয়ে শীর্ষে আছে সিঙ্গাপুর। এরপর তাজিকিস্তান, নরওয়ে, সুইজারল্যান্ড ও ইন্দোনেশিয়া যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে। শীর্ষ ১০ এর ভেতরে থাকা দেশগুলোর স্কোর ৯১ থেকে ৯৬ এর মধ্যে।

সূচক অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পুলিশের ওপর আস্থা গত বছরের চেয়ে ৩ পয়েন্ট কমে ৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। 

এমন বাস্তবতায় বাংলাদেশের মেগা সিটি ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমানও অনেকটা ভালো। তবে চুরি ছিনতাই ডাকাতির মত ঘটনা এখনো ঘটছে বিভিন্ন এলাকায়। 

যদিও পুরো ঢাকা শহরের বেশিরভাগ এলাকাকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনার প্রকল্পে কাজ করছে সরকার। কিন্তু এই উদ্যোগকে যদি একটি প্লাটফর্মে একটি নির্বাহী সংস্থার নিয়ন্ত্রণে আনা যায় তবে নগরীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমন আরো ভাল ভাবে করা যাবে বলে মনে করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।

চুরি ছিনতাই প্রতিরোধে এলিট ফোর্স র‍্যাবও কাজ করছে নগরীতে। মাঠ পর্যায়ের অভিজ্ঞতায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলছেন, ডাকাতির ঘটনায় জড়িতরা ইদানিং সামাজিক সহিংসতা বাড়াচ্ছে, যা নগর নিরাপত্তার জন্য হুমকি। আর সমাজবিজ্ঞানী তৌহিদুল হক বলেছেন, এসব অপরাধীদের শুধু আইনের আওতায় নেয়ার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব নয়। সামাজিক আর্থিক সুরক্ষা বৃদ্ধি ও অপরাধ বিরোধী মানসিক সংশোধনের উদ্যোগ নেয়া প্রয়োজন বলেও মনে করেন এই সমাজ বিজ্ঞানী। #

পার্সটুডে/নিলয় রহমান/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।