গণমিছিল হবে শান্তিপূর্ণ জানিয়েছে বিএনপি; সতর্ক থাকবে আওয়ামী লীগ- কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i117774-গণমিছিল_হবে_শান্তিপূর্ণ_জানিয়েছে_বিএনপি_সতর্ক_থাকবে_আওয়ামী_লীগ_কাদের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির পূর্বঘোষিত গণমিছিলের দিন ৩০ ডিসেম্বর। এ উপলক্ষ্যে রাজধানী ঢাকার আওয়ামী লীগ নেতাকর্মীরা পাড়া মহল্লায় সতর্ক পাহারায় থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৯, ২০২২ ১৫:৫১ Asia/Dhaka
  • গণমিছিল হবে শান্তিপূর্ণ জানিয়েছে বিএনপি; সতর্ক থাকবে আওয়ামী লীগ- কাদের

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির পূর্বঘোষিত গণমিছিলের দিন ৩০ ডিসেম্বর। এ উপলক্ষ্যে রাজধানী ঢাকার আওয়ামী লীগ নেতাকর্মীরা পাড়া মহল্লায় সতর্ক পাহারায় থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রণালয় সম্মেলন কক্ষে, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মেট্রোরেলের ভাড়া প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে সেতু মন্ত্রী বলেন,মেট্রোরেলের ভাড়া নিয়ে মোটেও সমস্যা হবেনা। তিনি বলেন, বিদেশের মেট্রোরেলের চেয়েও, অনেক আধুনিক বাংলাদেশের মেট্রোরেল। অন্যান্য দেশের বিবেচনায় ঢাকার মেট্রোরেলের ভাড়া বেশি নয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

এদিকে, আওয়ামী লীগ পাহারায় থাকলেও আগামীকাল ৩০ ডিসেম্বর শুক্রবার দুপুর আড়াইটায় ঢাকায় গণমিছিল  শান্তিপূর্ণ করার কথা ঘোষণা করেছে  বিএনপি।

আজ সকালে রাজধানী ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন,যে আন্দোলনে জনগনের রক্ত ঝড়েছে  তা কখনও  ব্যর্থ হবে না। ডা. জাহিদ আরো বলেন, তত্ববধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনে অবৈধ সরকারের বিদায় এখন জনগণের দাবি। 

ডা. এ জেড এম জাহিদ হোসেন

বিএনপির পূর্বঘোষিত গণমিছিল নয়াপল্টন থেকে শুরু হয়ে মগবাজার চৌরাস্তায় গিয়ে শেষ হবে বলে জানিয়েছেন বিএনপির ঢাকা বিভাগীয় গণমিছিলের প্রধান সমন্বয়ক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

অন্যদিকে, রাজধানীর  রিপোর্টার্স ইউনিটিতে অন্য এক আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, মিথ্যা মামলায় দলের মহাসচিবসহ গ্রেফতার সকল নেতাকর্মীদের মুক্তির দিতে হবে দ্রুত। #

পার্সটুডে/নিলয় রহমান/গাজী আবদুর রশীদ/২৯