চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে গড়ে তুলতে হবে বাংলাদেশের শিশুদের: প্রধানমন্ত্রী
(last modified Sat, 31 Dec 2022 09:58:46 GMT )
ডিসেম্বর ৩১, ২০২২ ১৫:৫৮ Asia/Dhaka
  • চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে গড়ে তুলতে হবে বাংলাদেশের শিশুদের: প্রধানমন্ত্রী

বাংলাদেশের শিশুদের আসন্ন চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,অন্যান্য বিষয়ে সরকার সাশ্রয়ী হলেও,নতুন বই ছাপানোর বিষয়ে কোন ছাড় দেয়নি। আজ শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে,প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হল থেকে,শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে,প্রাক-প্রাথমিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে শিশুদের হাতে নতুন বইও তুলে দেন তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেন,শিশুদের স্মার্ট বাংলাদেশের উপযোগী প্রজন্ম হিসেবে গড়ে তুলতে হবে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাঠ মুখস্থ করার পাশাপাশি মেধা বিকাশের জন্য শিক্ষার্থীদের উপযুক্ত চিন্তার সুযোগ দিতে হবে। কে কী বিষয়ে নতুন কিছু করতে পারে, সেটা দেখতে চাই। সবার জন্য নতুন নতুন জ্ঞান ও গবেষণার পথ উন্মুক্ত করার কথাও বলেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীরা যাতে বহুমুখী শিক্ষার সুযোগ পায়, সরকার সে ব্যবস্থা করছে বলেও জানান তিনি। শেখ হাসিনা বলেন,করোনা,রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন দুর্যোগেও শিশুদের জন্য নতুন বই ছাপানোর কথা ভোলেনি সরকার। অন্যান্য বিষয়ে সরকার সাশ্রয়ী হলেও,নতুন বই ছাপানোর বিষয়ে কোন ছাড় দেয়া হয়নি। সবাই বই পাবে বলেও নিশ্চিত করেন প্রধানমন্ত্রী।  প্রাথমিক স্কুল থেকে ঝরে পড়ারর হারও এখন অনেক কমে এসেছে বলে জানান শেখ হাসিনা। #

পার্সটুডে/নিলয় রহমান/বাবুল আখতার/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন