জানুয়ারি ০১, ২০২৩ ১৮:০৭ Asia/Dhaka
  • স্থানীয় শিল্পকে আরো বিকশিত করতে দেশীয় বাজার সম্প্রসারণ করতে হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের স্থানীয় শিল্পকে আরও বিকশিত করতে দেশীয় বাজার সম্প্রসারণ এবং জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধি করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকালে রাজধানীর পূর্বাচলে, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক মন্দার মাঝেও দেশের অর্থনীতি গতিশীল রয়েছে। এ সময় বাংলাদেশের অর্জন উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদাকে ২০২৬ সালের মধ্যে কার্যকর বাস্তবায়নেরও, আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রী বলেন, কোভিড পরবর্তী সময় এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সৃষ্ট নানামুখী বৈশ্বিক সংকটের মাঝেও দেশের অর্থনীতি গতিশীল রেখেছে তাঁর সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখনকার ডিপ্লোমেসি পলিটিক্যাল ডিপ্লোমেসি নয়, ইকোনমিক ডিপ্লোমেসি হবে। সব দূতাবাসকে রপ্তানি বাণিজ্য, কোন দেশে কোন পণ্যের চাহিদা বেশি, কী রপ্তানি করতে পারি বা কোথা থেকে আমরা বিনিয়োগ আনতে পারি- এসব দিকে দৃষ্টি দেওয়ার নিদের্শ দেয়া হয়েছে বলে জানান শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রী বলেন, রপ্তানিযোগ্য কিছু পণ্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে বাংলাদেশ। সেটাকে বহুমুখী করা এখন প্রধান কাজ। যত বেশি নতুন নতুন বাজার পাব, তত বেশি পণ্য রপ্তানি করতে পারব। মানুষের যাতে কর্মক্ষমতা বাড়ে সেদিকেও দৃষ্টি দিতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ভোগ্যপণ্যের দাম বেড়েছে, সেজন্য সবাইকে জমি পূর্ন ব্যবহারের অনুরোধ করা হয়েছে। যাতে কোথাও কোন জমি পতিত পরে না থাকে। 

তিনি আরও বলেন, যে সমস্ত কৃষিপণ্য, পাট, চা, তরি-তরকারি, শাক-সবজি, ফল-মূল যাই উৎপাদন হচ্ছে সেগুলো দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির জন্য প্রক্রিয়াজাত করতে হবে। দেশে খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।#

পার্সটুডে/নিলয় রহমান/বাবুল আখতার/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

ট্যাগ