আল-কায়েদার ৬ ব্যক্তি গ্রেফতার; হিজরতের নামে ঘরছাড়া ৯ তরুণ-তরুণীকে পরিবারে হস্তান্তর
(last modified Mon, 02 Jan 2023 10:10:16 GMT )
জানুয়ারি ০২, ২০২৩ ১৬:১০ Asia/Dhaka
  • আল-কায়েদার ৬ ব্যক্তি গ্রেফতার; হিজরতের নামে ঘরছাড়া ৯ তরুণ-তরুণীকে পরিবারে হস্তান্তর

আল-কায়েদার উগ্র মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে ঘরছাড়ার অভিযোগে ৬ ব্যক্তিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট সিটিটিসি। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার সায়দাবাদ বাসটার্মিনাল থেকে তাদের গ্রেফতার করা হয়। 

এ বিষয়ে আজ সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলকায়দার উগ্রভিডিও দেখে তারা আসক্ত হয়ে পড়েন। একসময়ে সেখান থেকে তাদের মধ্যে যোগাযোগ ও পরিচয় হয়। পরে সবাই এক সাথে ঘর ছাড়ার পরিকল্পনায় বেড়িয়ে পড়েন। এ ক্ষেত্রে একজন প্রবাসীর ইন্ধনের প্রমান পেয়েছে পুলিশ। এই সংঘবদ্ধ গ্রুপটি কয়েকদিন কক্সবাজারের টেকনাফ অবস্থান শেষে ঢাকায় ফিরলে গ্রেফতার করে পুলিশ। পলাতক অবস্থায় বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা ছিল বলেও জানায় কাউন্টার টেরোরিজম ইউনিট সিটিটিসির কর্মকর্তারা

এদিকে, কথিত হিজরতের নামে পাহাড়ে গিয়ে জঙ্গি প্রশিক্ষনের পরিকল্পনায় ঘরছাড়া ৯ তরুন তরুনীকে হেফাজতে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। ঢাকার উত্তরায় র‌্যাব সদর দপ্তরের সংবাদ সম্মেলনে জানানো হয়, পরিকল্পনা অনুযায়ী এই ৯ তরুন তরুনী গত ২২ ডিসেম্বর বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয়, এবং চট্টগ্রামের একটি স্থানে একত্রিত হয়। ঐ দিনই বাসে রাঙ্গামাটিতে গিয়ে লোক সমাগম দেখে তারা হিজরতের জন্য নিরিবিল কোন স্থান না পেয়ে চট্টগ্রামে ফেরত আসে। পরদিন তারা সবাই বান্দরবান গিয়েও সুবিধাজনক স্থান না পেয়ে একই দিনই আবারো চট্টগ্রাম ফেরত আসে। সুবিধাজনক স্থান না পাওয়ায় চট্টগ্রাম এসে তারা পরবর্তীতে কি করবে সে বিষয়ে চিন্তিত হয়ে পড়ে। ইতিমধ্যে একজন নারী সদস্য অসুস্থ হয়ে পড়লে তারা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। এসময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম থেকে তাদেরকে র‌্যাব হেফাজতে নেয়া হয় বলে জানান র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন। #

পার্সটুডে/নিলয় রহমান/রেজওয়ান হোসেন/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ