ক্ষমতায় গেলে সংবিধান সংশোধন করবে বিএনপি: গয়েশ্বর
গণতন্ত্র চর্চার পথে সবচেয়ে বড় বাধা বিএনপি: ওবায়দুল কাদের
বাংলাদেশের গণতন্ত্র চর্চার পথে বিএনপিই সব সময় দেয়াল তুলেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (শুক্রবার) সকালে বিভাগীয় শহর চট্টগ্রামের সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। কাদের বলেন, রাজনীতিতে বিষোদগার আওয়ামী লীগ চায় না। সুষ্ঠু রাজনীতি চর্চায় দেশের সকল রাজনৈতিক দলকে আন্তরিক হতে হবে। তাই জনগণের স্বার্থে গণতন্ত্রের পথ আরও সুগম করতে হবে বলে জানান ওবায়দুল কাদের। তবে দেশের গণতন্ত্র রক্ষায় আওয়ামী লীগ সব সময় সতর্কবস্থানে রয়েছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এদিকে, বিএনপি ক্ষমতায় গেলে সংবিধান সংশোধন করবে বলে জানিয়েছেন, দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
আজ (শুক্রবার) সকালে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতান্ত্রিক ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, সংবিধান পরিবর্তন প্রয়োজন। তিনি আরো বলেন, সংবিধান যারা তৈরি করেছেন তাদের সংবিধান তৈরির কোন অধিকার ছিল না। দেশর সামগ্রিক পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, অত্যাচার আর নির্যাতন দেশে চরম পর্যায়ে চলছে, দেশের এই অবস্থার জন্য শুধু বুদ্ধিজীবী নয়, রাজনীতিবিদরাও দায়ী। #
পার্সটুডে/নিলয় রহমান/আশরাফুর রহমান/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।