কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে নতুন জঙ্গি সংগঠনের সামরিক প্রধানসহ গ্রেফতার ২
https://parstoday.ir/bn/news/bangladesh-i118806-কক্সবাজার_রোহিঙ্গা_ক্যাম্প_থেকে_নতুন_জঙ্গি_সংগঠনের_সামরিক_প্রধানসহ_গ্রেফতার_২
বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প থেকে নতুন জঙ্গি সংগঠনের দুই শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এর আগে র‍্যাবের সঙ্গে ঐ সংগঠনের জঙ্গিদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জানুয়ারি ২৩, ২০২৩ ১৮:২৫ Asia/Dhaka
  • দুই জঙ্গি গ্রেফতার
    দুই জঙ্গি গ্রেফতার

বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প থেকে নতুন জঙ্গি সংগঠনের দুই শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এর আগে র‍্যাবের সঙ্গে ঐ সংগঠনের জঙ্গিদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের জানান, এ অভিযান থেকে নতুন জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান মাসিকুর রহমান মাসুদ ওরফে রণবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে গ্রেফতার করেছে র‍্যাব। কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

এর আগে রোববার রাতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান শুরু করে র‍্যাব। এ অভিযান চলে সোমবার সকালেও। কমান্ডার মঈন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভোরে অভিযানে নামেন র‍্যাব  সদস্যরা। এ সময় র‍্যাবের উপস্থিতিতে টের পেয়ে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‍্যাব সদস্যরাও পাল্টাগুলি শুরু করে। এক পর্যায়ে রোহিঙ্গা ক্যাম্পের আস্তানা থেকে নব্য জঙ্গি সংগঠন 'জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়া'র শীর্ষ নেতা, শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে দেশি ও বিদেশি অস্ত্র ও গোলা-বারুদসহ গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

দেশের বিভিন্ন জেলা থেকে যুবকদের সংগঠিত করে এখানে এনে সামরিক প্রশিক্ষণের প্রস্তুতি নেয়া হচ্ছিল। প্রাথমিক অনুসন্ধান শেষে এসব তথ্য জানিয়েছেন র‍্যাব কর্মকর্তারা। #

পার্সটুডে/নিলয় রহমান/আশরাফুর রহমান/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।