বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা
নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস: অসাধু ব্যবসায়ীদের কাছে সরকারও জিম্মি- ক্যাব
রমজান শুরুর আরো প্রায় মাসখানেক সময় বাকি। অথচ নিত্যপণ্যের বাজারে যেন আগুন লেগে গেছে। প্রতিটি পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে ঊর্ধ্বমুখী। নিম্নবিত্ত ও মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে- চাল, ডাল, তেল, মাছ, গোশত, সবজিসহ প্রতিটি পণ্যমূল্য।
বাধ্য হয়েই গরুর গোশতের বদলে একটু কম দরে খাসির মাথা, মুরগির বদলে বয়লারের খুচরো গোশত, ছাগল-ভেড়ার পা, মুরগির হাড়-গলা-গিলা-কলিজার দিকে ঝুঁকে পড়েছেন সংসার চালাতে গিয়ে হিমশিম খাওয়া হাজারো নিম্নবিত্ত-মধ্যবিত্ত। সবজির ভরা মৌসুমে সংসারের চাহিদা মতো তরিতরকারি ক্রয়ের ক্ষমতাও হারিয়ে ফেলছেন অনেক ভোক্তা।
রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম, যাতে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। চালের দাম আগের সপ্তাহে কিছুটা কমলেও এ সপ্তাহে ফের কেজিতে কয়েক টাকা বেড়েছে। এ ছাড়াও বেড়েছে ব্রয়লার মুরগি, মাছ ও খাসির মাংসের দাম। দাম বাড়ায় বরাবরের মতোই ক্রেতাদের অসন্তোষের পরিপ্রেক্ষিতে বিক্রেতারা বলছেন, কাঁচমালের দরবৃদ্ধি ও দরপতন অনিশ্চিত বিষয়। সরবরাহ বাড়লে দাম কিছুটা কমে আসে, সরবরাহ কমলে বেড়ে যায়। তাই খুব বেশি কারণ দর্শানোর সুযোগ নেই বলে সোজাসাপট জবাব তাদের।
এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে ৩০তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পৃথিবীর সব দেশে দেখতে পাই যখন পূজা-পার্বণ, উৎসব হয় তখন পণ্যের দাম কমে। আমাদের দেশে যখন উৎসব হয় তখন পণ্যের দাম বাড়ে।
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের বাইরে যাওয়া প্রসঙ্গে সরকারের প্রভাবশালী মন্ত্রীর এমন ক্ষোভ প্রকাশ নিয়ে বিশ্লেষক মহলে চলছে নানা আলোচনা।
এ বিষয়ে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব-এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর বলেছেন, তথ্যমন্ত্রীর এই ক্ষুদ্ধ প্রতিক্রিয়ায় বোঝা যাচ্ছে- শুধু সাধারণ মানুষই না কিছু অসাধু ব্যবসায়ীদের কাছে এখন সরকারও জিম্মি হয়ে পড়েছে। এর পেছনে রাজনৈতিক কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখার দাবি এই বাজার বিশ্লেষকের।
তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা দেশের জন্য কোনো শুভ ফল আনবে না। নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত জনগোষ্ঠী তাদের দৈনন্দিন প্রয়োজন মিটাতে অক্ষম হয়ে পড়েছে। দেশজুড়ে চলছে হাহাকার। দেশের ৮০ ভাগ মানুষ দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত। অথচ সরকার মানুষের বাঁচা-মরার সঙ্কটময় মুহূর্তে কাগুজে উদ্যোগে ব্যস্ত থাকলেও বাস্তবিক ফলপ্রদর্শনে সম্পূর্ণ ব্যর্থ ও নির্লিপ্ত যা জনজীবনে সৃষ্ট ক্ষতকে আরও বাড়িয়ে দিচ্ছে বলেই মনে করেন বিশেষজ্ঞরা।#
পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/১৮