গুলশানে আবাসিক ভবনে আগুন লাগার ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন
রাজধানীর গুলশান-২ নম্বরের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।
গতকাল রোববার সন্ধ্যা সোয়া সাতটার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর সড়কের ২ নম্বর হোল্ডিংয়ের ১৪ তলা ভবনের ১১ তলায় আগুন লাগে।সন্ধ্যা সাতটার পর হঠাৎ করে ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়তে দেখা যায়। ভবনের বাসিন্দারা চিৎকার করতে থাকেন। ফায়ার সার্ভিসের সদস্যরা আসার পরেও ভবন থেকে প্রচণ্ড ধোঁয়া উড়তে দেখা যায়। এর মধ্যেই আতঙ্কিত হয়ে সাততলা থেকে কয়েকজন লাফ দিয়ে নিচে পড়েন। এরপর রাত সাড়ে নয়টার দিকে আগুনের তীব্রতা বাড়লে ভবনের আশপাশের বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পাশাপাশি ভবন থেকে বাসিন্দাদের নামিয়ে আনতে থাকে তারা। ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভানোর চেষ্টার মধ্যেই আগুন ভবনের ১২ তলায় ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের আরও ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। মোট ১৯টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টার পর রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার পর ভবনের বিভিন্ন তলা থেকে ২২ জনকে উদ্ধার করে আশপাশের হাসপাতালে পাঠানো হয়।
এদিকে রাজধানীর গুলশানে আবাসিক ভবনে আগুন লাগার ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। আর ইতোমধ্যে ভবনটি পুলিশের নিরাপত্তায় মালিকদের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ দুপুর পৌনে ১২টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার আ. আহাদ।
পার্সটুডে/বাদশা রহমান/এমবিএ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।