দ্রব্যমূল্যের সিন্ডিকেটে সরকার সম্পৃক্ত, অভিযোগ গণতন্ত্র মঞ্চের
(last modified Sat, 18 Mar 2023 11:04:32 GMT )
মার্চ ১৮, ২০২৩ ১৭:০৪ Asia/Dhaka
  • দ্রব্যমূল্যের সিন্ডিকেটে সরকার সম্পৃক্ত, অভিযোগ গণতন্ত্র মঞ্চের

বর্তমান সরকার নিজেই একটা সিন্ডিকেট, তাদের কোনো কিছু করার ক্ষমতা নেই বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ (শনিবার) দুপুরে পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

মান্না বলেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। এই সরকার নিজেই একটা সিন্ডিকেট। তারা ভোট ডাকাতি, লুটপাট এবং জনগণের ওপর নির্যাতন করার সিন্ডিকেট।

তিনি বলেন, রোজার মধ্যে হয়তো বড় আন্দোলনের কর্মসূচি দেয়া হবে না। কিন্তু আন্দোলনের বাতাসটাকে ধীরে ধীরে আরও বাতাস দিয়ে চাঙ্গা করা হবে।

বিরোধীরা বিদেশিদের কাছে ধরনা দেয়-আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের জবাবে মান্না বলেন, 'তারা বিরোধী দলে থাকতে বিদেশি কার-কার কাছে ধরনা দেয়া হয়েছে, তার বহু প্রমাণ দেওয়া হয়েছে।

সমাবেশে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমাদের তিস্তা থেকে ভারতের পশ্চিমবঙ্গ সরকার ২টা খাল কেটে তারা আবার সেখানে পানি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। প্রয়োজনীয় অর্থ ইতোমধ্যে বরাদ্দ করা হয়েছে। এতদিন পার হয়ে গেল যে, সরকার এতখানি নতজানু এই পর্যন্ত ভারতের সিদ্ধান্তের বিরুদ্ধে একটা সাধারণ প্রতিবাদ করার সাহস পায়নি।

বাংলাদেশ গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেন, আওয়ামী লীগের পাণ্ডারা সুপ্রিমকোর্ট প্রাঙ্গন তচনচ করেছে। সুপ্রিমকোর্ট আর সুপ্রিমকোর্ট নাই। এটা এখন আওয়ামী লীগের দখলে চলে গেছে। এর বিরুদ্ধে আমাদেরকে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে, এই সরকারের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধে গড়ে তুলতে হবে।

জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে এবং ছাত্রলীগ (রব) সভাপতি তৌফিক উজ-জামান পীরাচার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতা সৈয়দ হাসিব উদ্দিন হোসেন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার প্রমুখ।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ