সরকারের নির্যাতন যত বাড়বে প্রতিবাদের গতি ততই তীব্র হবে: মির্জা ফখরুল
(last modified Mon, 20 Mar 2023 10:41:36 GMT )
মার্চ ২০, ২০২৩ ১৬:৪১ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের ক্ষমতাসীন সরকারকে ভোটারবিহীন সরকার মন্তব্য করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী সরকারের নির্যাতন-নিপীড়ন যত বাড়বে প্রতিবাদের ঝড়ের গতি ততই তীব্র হবে।

আজ (সোমবার) দুপুরে রাজধানীর একটি ক্লাব থেকে বিএনপির ৫৫ জন নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে দেয়া বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ যখন গ্যাস-বিদ্যুৎ-পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা, তখন বর্বর ফ্যাসিস্ট সরকার নির্বিচারে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে দমনে মামলা হামলা দিয়ে নির্যাতন করছে। বিরোধীমত দমনে সরকার বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন ও কারান্তরীণ করা অব্যাহত রেখেছে বলেও অভিযোগ করেন তিনি। দেশের মানুষকে ব্যক্তিগত কিংবা সামাজিক অনুষ্ঠানেও সরকার বাধা দিচ্ছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, নেত্রকোনাসহ দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের বাড়িতে প্রতিনিয়ত তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে-দেশটা এখন আওয়ামী লীগের পৈত্রিক সম্পত্তি। বর্তমান শাসকগোষ্ঠী দেশকে বিরোধী দলশূন্য করে নিজেদের একচ্ছত্র শাসন দীর্ঘায়িত করার গভীর চক্রান্তে লিপ্ত।

কর্তৃত্ববাদী সরকার এখন বুঝে গেছে যে, তাদের আয়ুষ্কাল ফুরিয়ে এসেছে, আর এ কারণেই তারা এখন বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদেরকে মরণকামড় দিতে বেপরোয়া হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

এদিকে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ দেশের শান্তি রক্ষায় শান্তি সমাবেশ করছে আর বিএনপি আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস করে দেশের মানুষকে ভোগান্তিতে ফেলছে। 

সকালে রাজধানীর তথ্য ভবনে, সড়ক নিরাপত্তা ও সমসাময়িক বিষয়ে নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে শান্তির জন্য রাজপথে সমাবেশ করে, আর বিএনপি আন্দোলনের নামে রাজপথে জ্বালাও-পোড়াও, অগ্নিসন্ত্রাস করছে। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি এখন সড়ক নিয়েও রাজনীতি করছে। এসময় মির্জা ফখরুলের বাবা শান্তি কমিটির সদস্য ছিলেন বলেও অভিযোগ করেন ডক্টর হাছান মাহমুদ। #

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/২০

 

 

ট্যাগ