সড়ক দুর্ঘটনার দায় এড়াতে পারেন না মন্ত্রী, ওবায়দুল কাদেরের পদত্যাগ দাবি বিএনপির
(last modified Tue, 21 Mar 2023 11:45:13 GMT )
মার্চ ২১, ২০২৩ ১৭:৪৫ Asia/Dhaka
  • সড়ক দুর্ঘটনার দায় এড়াতে পারেন না মন্ত্রী, ওবায়দুল কাদেরের পদত্যাগ দাবি বিএনপির

সড়ক দূর্ঘটনা জন্য বাংলাদেশ সরকারের সড়ক বিভাগ দায়ী বলে মন্তব্য করেছে বিএনপি। একই সঙ্গে এ দায় নিয়ে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছে দলটি। পদ্মা সেতুর শিবচর প্রান্তে বাস দুর্ঘটনার ঘটনায়  এ দাবি জানিয়েছে তারা।

আজ মঙ্গলবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের স্থায়ী কমিটির বৈঠকে নেওয়া এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

মহাসচিব বলেন, বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় বলা হয় ফিটনেস সার্টিফিকেট না থাকা ও রুট পারমিট বাতিল হওয়ার পরেও মহাসড়কে যাত্রী পরিবহন করায় ১৯ মার্চ পদ্মা সেতুর শিবচর প্রান্তে ভয়াবহ দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার জন্য সরকারের সড়ক বিভাগ সম্পূর্ণ দায়ী। তাই এই মর্মান্তিক দুর্ঘটনার সব দায় নিয়ে সেতুমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়াও ঐ সভায় হজের প্যাকেজ ধর্মপ্রাণ সাধারণ মুসলমানদের নাগালের বাইরে হওয়ায় বিএনপি নেতারা ক্ষোভ প্রকাশ করেন বলেও জানানো হয় সংবাদ । তারা ভারত ও পাকিস্তানে এই অর্থের পরিমাণ প্রায় অর্ধেকের মতো। হজ প্যাকেজের অর্থের পরিমাণ কমিয়ে সাধারণ নাগরিকদের আর্থিক সক্ষমতার মধ্যে নিয়ে আসার আহ্বান জানানো হয়। #

পার্সটুডে/বাদশাহ রহমান/বাবুল আখতার/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ