ইসির সঙ্গে সংলাপে যাচ্ছে না বিএনপি: মির্জা ফখরুল
সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের ফেরা সম্ভব না: ওবায়দুল কাদের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি যতই তত্ত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন দেখুক, তা কখনো পূরণ হবেনা বলে আবারও সাফ জানিয়ে দিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। কাদের জানান, সংবিধান অনুযায়ী তত্বাবধায়ক সরকারের ফেরা সম্ভব না। একটি কুচক্রিমহল রাজনৈতিক অস্থিরতা তৈরির জন্য এধরনের আন্দোলনের পায়তারা করছে বলেও অভিযোগ করেন তিনি। সম্প্রতি মাওয়াতে সড়ক দুর্ঘটনার প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, একটা এক্সিডেন্ট (দুর্ঘটনা) নিয়ে একটা মন্ত্রণালয়ের সাফল্য বা ব্যর্থতার বিচার করা সঠিক নয় । তিনি বলেন, মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা চাকা বার্স্ট হয়ে হয়েছে, এটা হতেই পারে। একটা মন্ত্রণালয়ের যতগুলো মেগা প্রজেক্ট এ পর্যন্ত উদ্বোধন হয়েছে এ সরকারের আমলে, যতগুলো মেগা প্রজেক্ট এখানে হচ্ছে, অনেকগুলোর কাজ প্রায় শেষ। এত সাফল্য ম্লান করে শুধু অ্যাক্সিডেন্ট! অ্যাক্সিডেন্ট তো পৃথিবীর সব দেশেই হচ্ছে বলেও উল্লেখ করেন, ওবায়দুল কাদের।
এদিকে, ইসির সঙ্গে সংলাপে যাচ্ছে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে সংলাপের চিঠি পাঠানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন। মির্জা ফখরুল বলেন, বর্তমানে মূল রাজনৈতিক সংকট নির্বাচনকালীন সরকারের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে কোনো আলোচনা অথবা সংলাপ ফলপ্রসূ হবে না । সংলাপ হলেও তা হবে অর্থহীন। ২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রমাণিত হয়েছে যে নির্বাচন কমিশন স্বাধীন নয় এবং ইচ্ছা থাকলেও নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানে নির্বাচন কমিশনের ক্ষমতা নেই বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল। তাই, ইসির সঙ্গে সংলাপে বিএনপি যাচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির মহাসচিব। #
পার্সটুডে/বাদশা রহমান/জিএআর/২৯