উড়ো চিঠি জঙ্গি সংগঠনের হুমকি নয়, আতঙ্ক ছড়াতেই করা
https://parstoday.ir/bn/news/bangladesh-i121870-উড়ো_চিঠি_জঙ্গি_সংগঠনের_হুমকি_নয়_আতঙ্ক_ছড়াতেই_করা
মঙ্গল শোভাযাত্রা বন্ধে উড়ো চিঠি কোনো জঙ্গি সংগঠনের হুমকি নয়, আতঙ্ক ছড়াতে তৃতীয় কোনো ব্যক্তি এটা করেছেন বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৩, ২০২৩ ১২:৩৫ Asia/Dhaka
  • র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন
    র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন

মঙ্গল শোভাযাত্রা বন্ধে উড়ো চিঠি কোনো জঙ্গি সংগঠনের হুমকি নয়, আতঙ্ক ছড়াতে তৃতীয় কোনো ব্যক্তি এটা করেছেন বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর রমনার বটমূলে পহেলা বৈশাখ উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, পয়লা বৈশাখ উপলক্ষ্যে সুনির্দিষ্ট জঙ্গি হামলার কোনো তথ্য নেই। র‍্যাব ডিজি বলেন, পহেলা বৈশাখের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে র‍্যাবের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলা নববর্ষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে র‍্যাবের গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সারাদেশে র‍্যাবের সব ব্যাটালিয়নসহ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়ন রয়েছে। রাজধানীর টিএসসি, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা বটমূলসহ যেসব এলাকায় বর্ষবরণের অনুষ্ঠান হবে সেসব এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে টহল, চেকপোস্ট ও অবজারভেশন পোস্টসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে উড়োচিঠির হুমকির বিষয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, জঙ্গি নয়, দুষ্টু পোলাপান চিরকুট দিয়ে হুমকি দিয়েছে। তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে। রমনা বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, যে উড়োচিঠি এসেছে তা দেওয়া হয়েছে দাজ্জাল বাহিনী নামে। দাজ্জাল বাহিনী নামে বাংলাদেশে কোনো জঙ্গি সংগঠন নেই।#

পার্সটুডে/বাদশাহ রহমান/এনএম/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।