জনগণের রায়ে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের
নীলনকশার নির্বাচনের প্রস্তুতি আবারো নিচ্ছে সরকার: মির্জা ফখরুল
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গেলবারের মত এবারো মাঠ দখল চেষ্টার প্রস্তুতি শুরু করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, এবারও মামলা-হামলা, সন্ত্রাস ও গায়েবি মামলা দিয়ে বিরোধী দলকে মাঠ শূন্য করার কাজ সরকার এখনই শুরু করে দিয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তিনি অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, ২০১৮ সালের নির্বাচনের শিডিউল ঘোষণার সময় থেকে আওয়ামী লীগ নির্বাচনি মাঠদখলের অপচেষ্টা শুরু করেছিল কিন্তু এবার তারা সেটা অনেক আগে থেকেই শুরু করেছে। মামলা-মোকাদ্দমা, সন্ত্রাস, বিভিন্ন আইনের মধ্য দিয়ে মিথ্যা ও গায়েবি মামলা করে আবারও বিরোধী দলের নেতাদের মাঠ থেকে পুরোপুরি সরিয়ে দেওয়ার কাজটি শুরু হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, শুধু বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করেই ক্ষান্ত হচ্ছে না সরকার। তারা বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলাগুলোর চুড়ান্ত রায় দেয়ার জন্য আইন মন্ত্রণালয় থেকে একটা তালিকা প্রস্তুত করে সেই অনুযায়ী বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
তবে এবার ২০১৮ সালের নির্বাচনের মতো সরকার সুবিধা নিতে পারবে না বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, জনগণ ইতোমধ্যে রাস্তায় নেমে গেছে। আন্দোলন শুরু হয়েছে, আমাদের ১৭ জন নেতাকর্মী প্রাণ দিয়েছে।
এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় জনগণের রায়ের ওপর আস্থাশীল এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ গণতান্ত্রিক প্রক্রিয়ার ব্যত্যয় ঘটিয়ে গায়ের জোর দেখিয়ে কখনও রাষ্ট্রক্ষমতা আঁকড়ে ধরার অপচেষ্টা করেনি।
আজ মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।#
পার্সটুডে/বাদশা রহমান/গাজী আবদুর রশীদ/৯