বিষয়টি অত্যন্ত অবমাননাকর ও লজ্জার: খায়রুল কবির খোকন
মার্কিন নতুন ভিসা নীতিতে বিচলিত নয় বাংলাদেশ সরকার- বলছেন মন্ত্রীরা
গণতান্ত্রিক নির্বাচনকে কেন্দ্রে রেখে বাংলাদেশের জন্য নতুন ভিসানীতি ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ঘোষিত নতুন নীতিতে বলা হয়েছে, বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তি ও তাদের নিকটাত্মীয়রা যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন না।
স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এই ঘোষণা দেওয়া হয়। মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে এর বিস্তারিত ব্যাখ্যা দিতে গিয়ে ম্যাথিউ মিলার স্পষ্ট করে বলেন যে, বাংলাদেশের মুক্ত, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বচনে যারা অন্তরায় হবে তাদের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা রেষ্ট্রিকশন প্রদান করবে।
এ ঘোষণার পরপরই আলোচনা শুরু হয় বাংলাদেশের রাজনৈতিক মহলে। বাংলাদেশের বুধবার মধ্যরাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে দেখা যায় বিভিন্ন শ্রেণি- পেশার মানুষের নানা মন্তব্য।
বুধবার রাতেই গণমাধ্যমে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি নিয়ে সরকার চিন্তিত নয়। আর আজ (বৃহস্পতিবার) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পরে প্রতিক্রিয়া দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আন্দোলনের নামে যারা বাসে আগুন দেয় তাদের খবর আছে। আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে, অবাধ সুষ্ঠুভাবে করবে। একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে তারা সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান আওয়ামীলীগ সাধারণ সম্পাদক।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র যে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে, তা সুষ্ঠু নির্বাচনের জন্য আওয়ামীলীগ সরকারের অঙ্গীকার রক্ষায় সহায়ক হতে পারে।
মার্কিন নতুন ভিসানীতি ঘোষণা প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের অধীনে তথাকথিত থ্রি সি বিধান অনুসারে ভিসা সীমাবদ্ধতা নীতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণার বিষয়টি বাংলাদেশ সরকার নোট করেছে। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখার জন্য সর্বস্তরে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য তার সরকারের দ্ব্যর্থহীন অঙ্গীকারের বৃহত্তর প্রেক্ষাপটে বাংলাদেশ এই ঘোষণাকে দেখতে চায়।
তবে, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ভিসানীতি পরিবর্তন করার বিষয়টি আমাদের জাতির জন্য অত্যন্ত অবমাননাকর ও লজ্জার। বর্তমান অবৈধ সরকারের কারণে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন এ বিএনপি নেতা। #
পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/২৫