২০২৩ সালে ৬০ লাখ বিদেশী পর্যটক ইরান সফর করেছেন
ব্রিকসের সদস্য দেশগুলো পরস্পরের ভিসা প্রথা উঠিয়ে নিক: ইরান
পার্সটুডে-ইরানের সাংস্কৃতিক উত্তরাধিকার, হস্তশিল্প ও পর্যটন মন্ত্রণালয়ের মার্কেটিং ও বিদেশী পর্যটন উন্নয়ন দপ্তরের মহাপরিচালক ব্রিকসভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক ভিসা পদ্ধতি তুলে নেয়ার প্রস্তাব দিয়েছেন।
ব্রিকসভুক্ত দেশগুলোর পর্যটন বিষয়ের প্রথম সম্মেলনটি হয়েছে সম্প্রতি মস্কোয়। রাশিয়া, ব্রাজিল, মিশর, ভারত, ইরান, চীন, আমিরাত ও দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিসহ ব্রিকসের ৯টি সদস্য দেশের প্রতিনিধি এ সম্মেলনে উপস্থিত ছিলেন।
পার্সটুডে জানিয়েছে, ইরানের সাংস্কৃতিক উত্তরাধিকার, হস্তশিল্প ও পর্যটন মন্ত্রণালয়ের মার্কেটিং ও বিদেশী পর্যটন উন্নয়ন দপ্তরের মহাপরিচালক মোসলেম শোজায়ি এ সম্মেলনে যোগ দেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। তিনি ব্রিকসভুক্ত দেশগুলোতে এ জোটের সদস্য দেশগুলোর পর্যটকদের প্রবেশকে এই জোটের রোডম্যাপের আলোকে জরুরি বলে মন্তব্য করেন।
শোজায়ি আরও বলেছেন, 'ইরান এরিমধ্যে ব্রিকসের দশটি সদস্য দেশের মধ্যে ৬টি দেশের পর্যটকদের প্রবেশের জন্য ভিসা পদ্ধতি তুলে নিয়েছে। ভিসা তুলে নেয়া ছাড়াও এ জোটভুক্ত দেশের এয়ারলাইন্সগুলোকেও সাহায্য করা উচিত এবং উৎসাহ দেয়া উচিত যাতে এই জোটের ভেতরে সরাসরি ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি পায়।'
তিনি তার দেশের পর্যটন খাতের নানা সামর্থ্য ও সম্ভাবনাময় দিকগুলোর কিছু দিক তুলে ধরে বলেছেন, এইসব দিকের মধ্যে রয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত ২৭টি ঐতিহ্যসহ এক্ষেত্রে দশ নম্বর স্থান, নওরোজসহ ২৪টি অবস্তুগত ঐতিহ্য নিয়ে এক্ষেত্রে বিশ্বে ৫ নম্বর অবস্থান, জাতিগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য, নানা ধরনের অনুষ্ঠান ও বিপুল উৎসব, অতিথিপরায়ণ জনগণ এবং দৃষ্টান্তমূলক নিরাপত্তা ব্যবস্থার মত প্রতিযোগিতামূলক দিক যেগুলো পর্যটকরা উল্লেখ করেছেন তাদের মতামতে ও এমনকি সামাজিক মাধ্যমগুলোতে দেয়া তাদের পোস্টেও এইসব বিশেষ দিকের প্রতিফলন দেখা গেছে।
উল্লেখ্য জাতিসংঘের সঙ্গে সম্পর্কিত বিশ্ব পর্যটন সংস্থার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে ৬০ লাখ বিদেশী পর্যটক ইরান সফর করেছেন। বিদেশী পর্যটকদের ব্যাপক আগমনের দিক থেকে ২০২২ সালে বিশ্বে ইরানের অবস্থান ছিল ৪০ নম্বরে কিন্তু ২০২৩ সালে এই অবস্থান আরও ছয় ধাপ উপরে ওঠে ৩৪ নম্বরে দাঁড়ায়। #
পার্সটুডে/এমএএইচ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।